বছর কিংবা মাস নয়। মুশফিকুর রহিমের ছেলের বয়স ৩৫ দিন। ’৩৫’ সংখ্যাটা তার জন্য সৌভাগ্যের কিনা এখনও বোঝা যায়নি। তবে ওই ৩৫ বলেই ৭২ রান করেছেন; হয়েছেন ম্যাচ সেরা। বাংলাদেশকে এনে দিয়েছেন ঐতিহাসিক এক জয়। নিজের ৩৫ দিনের সন্তানকে এর চেয়ে ভালো উপহার কী দিতে পারেন কোনো বাবা? মুশফিকুর দিলেন। টি২০ ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ রানটা ৩৫ দিন বয়সী ছেলেকে উৎসর্গ করলেন মুশফিক।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক বলেন, ‘১৯০ থেকে ১৯৫ রানটা এই উইকেটের জন্য স্বাভাবিক ছিল। কিন্তু তামিম আর লিটন যেভাবে শুরু করেছে…প্রথম ছয় ওভারে…সত্যি অসাধারণ। আপনি ক্রিকেটীয় শট খেললে যে কোনো রান-ই তাড়া করতে পারবেন। আর এই উইকেট ব্যাটিং করার জন্য খুব ভালো উইকেট। আজকের ম্যাচেটা আমার ছেলেকে উৎসর্গ করলাম। ওর বয়স মাত্র ৩৫ দিন।’
টি২০তে সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। ক্রিকেটের এই সংস্করণে ২১৫ রান বাংলাদেশ ক্রিকেটেরও সর্বোচ্চ রান। আর রান তাড়ায় চতুর্থ সর্বোচ্চ স্কোর এটি। সব দিক মিলিয়ে বাংলাদেশের জন্য ম্যাচটা ঐতিহাসিক-ই বলা যায়। আর মুশফিকুর রহিমের জন্য খানিকটা আলাদা।
পাঠকের মন্তব্য