এত রান তাড়া করা টি-টোয়েন্টিতেই বেশি নেই

দুর্দান্ত এক জয় পেল বাংলাদেশ।AP
দুর্দান্ত এক জয় পেল বাংলাদেশ।

জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়েরা সবাই ছুটে গেলেন মাঠে। বিশ্বজয়ের আনন্দে। রোমাঞ্চ ছড়ানো ম্যাচটা এর দুই বল আগেই ফিকে হয়ে গেছে। বাংলাদেশের জয় তখন নিশ্চিতই। তবু উদ্‌যাপনটা হলো অন্য রকম। সর্বশেষ এ মাঠেই বাংলাদেশ জিতেছিল। আবারও এ মাঠে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ। সেটিও ২১৫ রানের লক্ষ্য ছুঁয়ে। বাংলাদেশ এই প্রথম টি-টোয়েন্টিতে ২০০ রান পেরোল। এর আগে বাংলাদেশ সর্বোচ্চ ১৬৪ রান তাড়া করে জিতেছিল। আজ নতুন রেকর্ড গড়ল। তা শুধু নিজেদের রেকর্ড নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত রান তাড়া করে জেতার রেকর্ড খুব বেশি নেই।

রান তাড়ায় চতুর্থ সর্বোচ্চ স্কোর এটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ বা এর বেশি রান তাড়া করে জেতার মাত্র দশম উদাহরণ।

জয়ী স্কোর লক্ষ্য প্রতিপক্ষ তারিখ
অস্ট্রেলিয়া ২৪৫/৫ ২৪৪ নিউজিল্যান্ড ১৬ ফেব্রুয়ারী ২০১৮
ওয়েস্ট ইন্ডিজ ২৩৬/৬ ২৩২ দক্ষিণ আফ্রিকা ১১ জানুয়ারী ২০১৫
ইংল্যান্ড ২৩০/৮ ২৩০ দক্ষিণ আফ্রিকা ১৮ মার্চ ২০১৬
বাংলাদেশ ২১৫/৫ ২১৫ শ্রীলঙ্কা ১০ মার্চ ২০১৮
ভারত ২১১/৪ ২০৭ শ্রীলঙ্কা ১২ ডিসেম্বর ২০০৯
দক্ষিণ আফ্রিকা ২০৮/২ ২০৬ ওয়েস্ট ইন্ডিজ ১১ সেপ্টেম্বর ২০০৭
অস্ট্রেলিয়া ২০৫/৫ ২০৫ দক্ষিণ আফ্রিকা ৬ মার্চ ২০১৬
ভারত ২০২/৪ ২০২ অস্ট্রেলিয়া ১০ অক্টোবর ২০১৩
নিউজিল্যান্ড ২০২/৫ ২০১ জিম্বাবুয়ে ১৪ ফেব্রুয়ারী ২০১২
দক্ষিণ আফ্রিকা ২০০/৩ ২০০ ভারত ২ অক্টোবর ২০১৫
সর্বশেষ আপডেট: ১১ মার্চ ২০১৮, ০২:৫৩
প্রথম আলো

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন