প্রথমবারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগ আয়োজন করেছে ‘মার্কেটিং কার্নিভাল-২০১৮’। বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় কেক কেটে এ কার্নিভালের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
বৃহস্পতিবার ‘কার্নিভাল অব ওয়ার্ডস’ শীর্ষক উন্মুক্ত উপস্থিত বক্তৃতা এবং আন্তঃব্যাচ ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। দ্বিতীয়দিন থাকছে ‘মার্কেটিং-৩৬০’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় ‘কেস কম্পিটিশন’, তৃতীয় দিন থাকছে ন্যাশনাল ইউথ মার্কেটার্স সামিট এবং ইউথ মার্কেটার্স সামিটে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মীজানুর রহমান। কার্নিভালের শেষ দিন সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে হাসান ও আর্ক ব্যান্ডের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে।
মার্কেটিং কার্নিভালের আহ্বায়ক এহসান-উল-হক বলেন, ‘নেতৃত্ব তৈরি এবং ক্যারিয়ার গঠনের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে প্রথমবারের মতো মার্কেটিং বিভাগ আয়োজন করেছে ‘মার্কেটিং কার্নিভাল-২০১৮’।
পাঠকের মন্তব্য