জাবিতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • ঢাকা
  • ৮ মার্চ ২০১৮, ১৬:৩০
  • সনজিৎ সরকার উজ্জ্বল
  • ৩৬৭৮ বার পঠিত
  • মন্তব্য
জাবিতে আন্তর্জাতিক নারী দিবসের উদ্বোধন করছেন ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম
জাবিতে আন্তর্জাতিক নারী দিবসের উদ্বোধন করছেন ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম

‘এখনই সময় এগিয়ে যাবার, নারীর জীবন বদলে দেবার ’ এ স্লোগানকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিজনেস স্টাডিজ অনুষদ চত্ত্বরে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক নারী দিবসের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে বিজনেস স্টাডিজ অনুষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জহির রায়হান অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. নূরুল আলম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, মহিলা ক্লাব, জাবি স্কুল ও কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘সুন্দর ও মানবিক পৃথিবী গড়ে তুলতে নারী-পুরুষ উভয়কে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, যার যা কিছু আছে, মানুষ তা ছাড়তে কার্পণ্য করে। পুরুষতান্ত্রিক সমাজে প্রতিষ্ঠিত পুরুষের আধিপত্যবাদ ছাড়তে হবে। সমাজ, সংসারের অগ্রযাত্রায় নারীকেও সমান্তরালে অংশীদার করতে হবে ।’

ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসিম আখতার হোসাইন। আলোচনা সভা শেষে জহির রাযহান অডিটোরিয়ামের সেমিনার রুমে নারী অধিকার বিষয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বশেষ আপডেট: ৯ মার্চ ২০১৮, ০৩:৩২
সনজিৎ সরকার উজ্জ্বল
জাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন