অবসরে ঘুরে আসুন মেঘনাতীরের মতিরহাট

শহরের যান্ত্রিকতা আর জীবনের জটিল সমীকরনে মন যখন হাঁপিয়ে উঠবে তখনই চলে আসুন মেঘনাতীরে প্রকৃতির এই অপরূপ স্বর্গে। ফেরার সময় বোনাস হিসেবে সাথে নিয়ে যাবেন রূপালী ঝিলিক দেয়া তাজা ইলিশ।

কবির ভাষায়:
মেঘনার মৃদু আঁকাবাঁকা কূল,
মায়া আর সৌন্দর্য্যে ঘেরা
লক্ষ্মীপুরের প্রান্তিক উপকূল।

এই লক্ষ্মীপুরেরই অতি চেনা জায়গা কমলনগরের মতিরহাট বাজার। প্রতিদিন হাজারো মানুষের ভিড় জমে এখানে। মতির হাটে মতি বিক্রি হয়না তবে হরেকরকম পণ্যের পসরা বসে এখানে। কেউ আসে বেচতে, কেউ আসে কিনতে, কেউবা আসে স্রেফ ঘুরতে।

মতিরহাটের পাশেই ইলিশ ঘাট। এই ঘাট থেকেই জেলেরা ছুটে যায় উত্তাল মেঘনার মোহনায় ইলিশ শিকারের অভিযানে। জীবন বাজি রেখে রোদে পুড়ে, জলে ভিজে শিকাল করে রূপালী ঝিলিক দেয়া ইলিশ। মহাজনের হাত ঘুরে সেই ইলিশের একটা অংশ চলে যায় ঢাকার বড় বড় বাজারে, অভিজাত সুপার শপে আর বাকিটা বিমানে চেপে বিদেশে।

ইলিশ ঘাট হতে শুরু করে নদীর গাঁ ঘেষে আদুরে ভঙ্গিতে হেলেদুলে একেবেকে দুদিকের দিগন্তে মিলিয়ে গেছে সবুজ ঘাসের কার্পেটে আচ্ছাদিত মেঘনাতীর। মেঘনার ইতঃস্তত মৃদু ঢেউ আনমনে আলতো করে ভিজিয়ে দিচ্ছে সবুজ কার্পেট। নদীতীরে সুনসান নিরবতা। এই অখন্ড নিরবতায় ছোট ছোট ঢেউ ভাঙ্গার ছলাৎ ছলাৎ শব্দ, দিগন্ত ছোঁয়া মুক্ত আকাশ আর বিশাল মেঘনার বুকে ডিঙ্গির নাচন পথিকের মনকে উদাস করে দেয়।

নদীতীরের নারিকেল-সুপারি বাগান, বিশাল ছাতার মতো ছড়ানো রেইন ট্রি আর অসংখ্য গাছগাছালিতে ভরা গ্রামগুলোতে চোখজুড়ানো সবুজে সেজেছে বসন্তের প্রকৃতি। শেষ বিকেলে নিঃসঙ্গ ঘুঘুর ডাক শেষে সূর্য যখন বিদায় নিতে ব্যস্ত তখন অধিক ব্যস্ততায় বাড়ির পথ ধরে রাখাল বালক, তার গরুর পাল, দুরন্ত শালিকের ঝাঁক আর শ্বেতশুভ্র বলাকার দল।

শহরের যান্ত্রিকতা আর জীবনের জটিল সমীকরনে মন যখন হাঁপিয়ে উঠবে তখনই চলে আসুন মেঘনাতীরে প্রকৃতির এই অপরূপ স্বর্গে। বিশালাকার নদী, উন্মূক্ত আকাশ আর সবুজ প্রকৃতির সান্নিধ্যে বিষন্নতা আর একঘেঁয়েমেী কাটিয়ে মনকে ভরিয়ে তুলুন প্রানপ্রাচুর্য আর উচ্ছলতায়। ফেরার সময় বোনাস হিসেবে সাথে নিয়ে যাবেন রূপালী ঝিলিক দেয়া তাজা ইলিশ।

যেভাবে আসবেন কমলনগর

১. ঢাকা থেকে: ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে রামগতির বাসে প্রথমে তোরাবগঞ্জ নামতে হবে। সেখান থেকে সিএনজি বা রিক্সাতে মতিরহাট পৌঁছানো যাবে।

২. চট্টগ্রাম থেকে: চট্টগ্রামের অলংকার থেকে লক্ষ্মীপুরের বাসে প্রথমে লক্ষ্মীপুর যেতে হবে। সেখান থেকে গাড়িতে করে তোরাবগঞ্জ। অতঃপর তোরাবগঞ্জ থেকে সিএনজি বা রিক্সাতে মতিরহাট পৌঁছানো যাবে।

৩. বরিশাল থেকে: বরিশালের ছোট লঞ্চঘাট থেকে লঞ্চে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট যেতে হবে। সেখান থেকে সিএনজিতে লক্ষ্মীপুর, অতঃপর লক্ষ্মীপুর থেকে সিএনজি বা বাসে তোরাবগঞ্জ যেতে হবে। সেখান থেকে সিএনজি বা রিক্সাতে মতিরহাট পৌঁছানো যাবে।

সর্বশেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭, ০৪:১৭
জুনাইদ আল হাবিব
কমলনগর প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন