জাবিতে হেলথ অ্যাওয়ারনেস ইউনিয়নের নবীনবরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সংগঠন হেলথ অ্যাওয়ারনেস ইউনিয়ন সদস্যদের নবীনবরণ প্রদান করেছে। সোমবার তিনটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবির জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল জব্বার হাওলাদার, সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনোয়ার হোসেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. আমির হোসেন ভূঁইয়া ও অধ্যাপক ড. কবিরুল বাশার প্রমুখ।

ডিন অধ্যাপক ড. আব্দুল জব্বার হাওলাদার তার বক্তব্যে বলেন, ক্যাম্পাসে র‌্যাগিং প্রতিরোধে এই সংগঠন নবীনদের ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে পারে। তিনি লেখাপড়ার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে মটিভেশনাল বক্তব্য রাখেন “লাইফ ইজ ভেরি ইজি’ এর প্রতিষ্ঠাতা মাশাহেদ হাসান সীমান্ত, ফাহিম হাসান নিহান ও ফ্রিডম ইউথইন এর এমডি নাসিমা আক্তার। হেলথ অ্যাওয়ারনেস ইউনিয়ন জাবি শাখার সভাপতি আসাদুজ্জামান রাহাতের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তানজিম শরীফ। অনুষ্ঠানে জীব বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের প্রায় দুইশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সর্বশেষ আপডেট: ৯ মার্চ ২০১৮, ০৩:২৮
সনজিৎ সরকার উজ্জ্বল
জাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন