ঢাবির ৬৯ ব্যাচের উদ্যোগে প্রতিবন্ধি মেধাবীদের বৃত্তি প্রদান

ঢাবির ৬৯ ব্যাচের উদ্যোগে প্রতিবন্ধি মেধাবীদের বৃত্তি প্রদান।
ঢাবির ৬৯ ব্যাচের উদ্যোগে প্রতিবন্ধি মেধাবীদের বৃত্তি প্রদান।
৬৯ ব্যাচের শিক্ষার্থী বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডা. সালেহউদ্দিন বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৯ ব্যাচের বন্ধু বান্ধবেরা মাঝে মাঝে এমন আয়োজন করি। আজকে আমরা যাদের বৃত্তি দিয়েছি, তারা যেন সফল হয় সমাজের অন্য দশ জনের মতো। তারা ভালো করুক, জাতীয় জীবনে সফল হোক এটা আমাদের প্রত্যাশা ‘

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৯ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধি মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। ঢাবির সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে ৩ মার্চ বিকাল চার টায় ২১ জন দৃষ্টি প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে প্রত্যেককে ২৫০০ টাকার করে বৃত্তি তুলে দেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রদান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ ব্যাচের শিক্ষার্থী বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডা. সালেহউদ্দিন। সভাপতিত্ব করেন অ্যালামনাই সভাপতি নারায়নগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু নুর মোহাম্মদ বাহাউদ্দিন।

প্রধান অথিতি তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৯ ব্যাচের বন্ধু বান্ধবেরা মাঝে মাঝে এমন আয়োজন করি। আজকে আমরা যাদের বৃত্তি দিয়েছি, তারা যেন সফল হয় সমাজের অন্য দশ জনের মতো। তারা ভালো করুক, জাতীয় জীবনে সফল হোক এটা আমাদের প্রত্যাশা।’

সভাপতি বাহাউদ্দিন বলেন, ‘আমরা হাসি খুশি, মিলে মিশে থাকতে চাই। যেটুকু সময় বেঁচে আছি। আমরা ঢাবি ৬৯ ব্যাচ ব্যাক্তিগত নয়, বরং সমিষ্টিগত অবদানে বিশ্বাস করি।’ তিনি আরো বলেন, ‘আমারা আমাদের ব্যাচের পক্ষ থেকে মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থীদের দশম বারের মতো বৃত্তি প্রদান করছি। আগামী দিনেও এই প্রচেষ্ঠা অব্যহত থাকবে।’

বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য রাফিয়া আক্তার ডলি, অধ্যাপক কাজী আব্দুল মান্নান, আহমেদ কামালসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৯ ব্যাচের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।

সর্বশেষ আপডেট: ৩ মার্চ ২০১৮, ২২:৩৩
ছাইফুল ইসলাম মাছুম
ষ্টাফ করেসপন্ডেন্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন