জাবির উপাচার্য হিসেবে ২য় মেয়াদে ফারজানা ইসলামের দায়িত্ব গ্রহণ

  • ঢাকা
  • ৩ মার্চ ২০১৮, ০০:৩২
  • সনজিৎ সরকার উজ্জ্বল
  • ৩০৮০ বার পঠিত
  • মন্তব্য
ভিসি ফারজানা ইসলাম তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি হিসেবে দ্বিতীয় বারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. ফারজানা ইসলাম। বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে শুক্রবার সকাল সাড়ে দশটায় তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ তাকে জাবির ভিসি হিসেবে দ্বিতীয় মেয়াদে পুর্ননিয়োগ প্রদান করেন।

এ সময় ভিসি ড. ফারজানা ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. আমির হোসেন ও কোষাধ্যক্ষ শেখ মনজুরুল হক। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট ও বিভাগের সভাপতি ও ইনস্টিটিউট এর পরিচালকের নেতৃত্বে ফারজানা ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া জাবি অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও ইউনিয়ন, জাবি শাখা ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন ভিসি ড. ফারজানা ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বরক সিদ্দিকের সঞ্চালনায় দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক ড. হানিফ আলী, জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরুল আলম ও সম্পাদক বশির আহমেদ, বিভিন্ন বিভাগের সভাপতি , জাবি ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও  সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল এবং  জাবি কর্মচারী সমিতির সভাপতি অমর চাঁদ মন্ডল প্রমুখ।

ভিসি ফারজানা ইসলাম তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

ভিসি দায়িত্ব গ্রহণের পর সাড়ে বারো টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। বিকেল ৩টায় জাতীয় স্মৃতিসৌধে এবং ৪.৩০টায় ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

সর্বশেষ আপডেট: ৩ মার্চ ২০১৮, ০০:৪২
সনজিৎ সরকার উজ্জ্বল
জাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন