জাবিতে ইন্ডীজিনাস স্টুডেন্টস এসোসিয়েশনের মানববন্ধন

জাবিতে মারমা তরুনী ধর্ষণের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
জাবিতে মারমা তরুনী ধর্ষণের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

রাঙামাটির বিলাইছড়িতে সেনা সদস্য কর্তৃক দুই মারমা তরুনীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্ডীজিনাস স্টুডেন্টস এসোসিয়েশন। মঙ্গলবার বেলা ১২টায় সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলের পর মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পার্থ প্রতিম তঞ্চংগার সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি ইমরান নাদিম ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আহমেদ দিদার । মানববন্ধনে বক্তারা মারমা তরুনী ধর্ষণের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।

সর্বশেষ আপডেট: ৩ মার্চ ২০১৮, ০০:৩৮
সনজিৎ সরকার উজ্জ্বল
জাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন