সুকর্ণ‘র চলঘুরি বাংলাদেশ

  • ভ্রমন
  • ২৬ ফেব্রুয়ারী ২০১৮, ২২:০৫
  • ফয়সাল উদ্দীন নিরব
  • ৪৬৮৫ বার পঠিত
  • মন্তব্য
চলোঘুরি বাংলাদেশ।
চলোঘুরি বাংলাদেশ।

বাংলাদেশের ৬৪ জেলা ঘুরে এসে ভ্রমন পিপাসুদের জন্য অনলাইনে সাবের আহম্মেদ সুকর্ন তৈরি করেছেন একটি ভ্রমন প্লার্টফর্ম। এই ভ্রমন প্লার্টফর্মটির “চলোঘুরি বাংলাদেশ”ছোট থেকে ঘুরাঘুরি পছন্দ করতেন সুকর্ন।নতুন নতুন জায়গায় যাওয়া প্রকৃতি উপভোগ যেন তার রক্তে মিশে আছে। সাবের আহম্মেদ সুকর্নর শৈশব কেটেছে নোয়াখালিতে,পডেছেন নোয়াখালি জিলা স্কুল এবং নোয়াখালি সরকারী কলেজ থেকে আর গ্র্যাজুয়েশন শেষ করেছেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে।

সুকর্ন বলেন, ঘুরাঘুরির প্রেরনা হলেন আমার বাবা, আমার বুঝ হওয়ার পর থেকে বাবা আমাকে অনেক জায়গা ঘুরিয়েছেন, যেমন সীতাকুন্ড, ইকোপার্ক, কুমিল্লার বিভিন্ন স্পট, চট্রগ্রাম পতেঙ্গা বিচ,ফয়েজ লেক, কক্সবাজার।
সেই ছোট থেকে ঘুরার নেশা পেয়ে বসে আমায়, মানুষের সাথে এক অসাধারন ক্ষমতা হয়ত সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। বাংলাদেশের যে প্রান্তেই আমি যাই না কেন, ঐখানকার মানুষের সাথে মিশে যেতাম, গল্প করতাম, আড্ডা জমাতাম মানুষদের সাথে আর পরিবেশ পরিস্হিতি অনুযায়ী আমি নিজকে মানিয়ে নিতাম।

নতুন নতুন মানুষ, তাদের কালচার, নতুন নতুন জায়গা ওখানকার দোকানপাট, ওদেরম ভাষা, ওদের চালচলন, এসব আমার চরম ভাল লাগে। একারনে আমার ঘুরাঘুরি শুরু। কোথাও যাওয়ার আগে আমি প্রচুর স্বপ্ন দেখি জায়গা টা নিয়ে এবং কল্পনা করি। যেমন ধরেন আমি বান্দরবন যাব,”আমি ভাবছি এমন যে পাহাডী রাস্তায় গাডির ছাদে বসে দূর পাহাড দেখছি,রাস্তার আশেপাশের গাছপালা, মানুষ, দোকানপাট, ট্রেকিং করছি আর ভাবছি বাংলা মা তুমি কত সুন্দর।
বাংলাদেশের ৬৪ জেলা ঘুরার ইচ্ছা মূলত নিজের দেশকে দেখার তীব্রতা থেকে।ছোটবেলায় শুনতাম ওই এলাকা এরকম, লোক গুলো ওই রকম, খাওয়ার স্বাদ অন্যরকম। দেশের সকল স্তরের মানুষ সকল ধরনের মানুষকে আমার চিনতে হবে,আমার কাছে বাসের হেল্পার, মূচি,দোকানদার,রিক্সা চালক সবাই সমান,সবার সাথে মিশে যেতে তাদের অন্তরের লুকিয়ে থাকা কথা শুনতে আমার ভাল লাগে। একেক এলাকায় একেক ধরনের মানুষ, তাদের। জীবন দর্শন একেক রকম।এই সব বিষয় গুলো এইসব বিষয় গুলো নিজ চোখে দেখা, শোনাটাই ছিল ঘুরার প্রধান উদ্দোশ্য।
আমি বাংলাদেশের প্রায় জেলা ঘুরেছি বাসের ছাদে করে, প্রত্যেক জেলাতেই আমি বাসের ছাদে উঠার চেষ্টা করেছি। বাসের ছাদে বসে প্রচুর মানুষের সাথে আমার আলাপ হয়েছে, আড্ডা দিয়েছি,নীরবে অনুভব করেছি প্রকৃতি।বাসের ছাদ ছাডা হয়ত এই অনুভূতি আমি পেতাম না, বলে রাখি ছাদদ অনেক ঝুঁকি পূর্ন আইনত নিশিদ্ধ এবং কাউকে ছাদে উঠার জন্য উৎসাহিত করছি না।এই ভাবে আমি ঘুরেছি ৬৪ জেলা এবং নিজের চোখকে শান্তি দিয়েছি।

সাবের আহম্মেদ সুকর্নর অনলাইন ভিত্তিক ভ্রমন প্লার্টফর্ম টিতে বিভিন্ন জেলা,দর্শীনীয় স্থানের তথ্য দেওয়া হয় যাতে ভ্রমন পিপাসুরা তাদের ভ্রমন আর সহজ এবং উপভোগ্য করতে পারে। সুকর্ন একুশ শতক কে বলেন, ৬৪ জেলা ঘুরে এসে এই ভ্রমন প্লার্টফর্মটির কথা মাথায় আসে, ২০১৬ সালের সেপ্টেম্বরে আমার “চলোঘুরি বাংলাদেশের”যাত্রা শুরু।এই ভ্রমন প্লার্টফর্মটির মাধ্যমে আমি নতুনদের ঘুরতে উৎসাহিত করি, এবং যারাই সহযোগীতা চাই আমি তথ্য দিয়ে সহযোগীতা করি।আমার এই ট্রাভেল গ্রুফ থেকে এখন পর্যন্ত ২৫ টি ট্র্যুর সম্পন্ন হয়েছে যার প্রতিটি ট্র্যুরে সদস্য সংখ্যা ছিল ৫০ জন করে।

ঘুরাঘুরি করতে গিয়ে আমার কিছু তিক্তাতাও রয়েছে, একবার বান্দরবন গিয়ে নএকজন কে হারিয়ে ফেলি, স্থানীয় পুলিশ, বিজিবিরা খোজা খুজির পর জানতে পারি ও না কাউকে কিছু না বলে বাডি চলে গেছে।
এই পুরো বাংলাদেশ কে আমি বিভিন্ন ভাবে দেখেছি। মানে, একেক ভাগে বাংলাদেশ একেক রকম। যেমন, আপনি উওরে গেলে মাটির ঘ্রান টা কেমন জানি মিষ্টি। একেক নদী একেক রকম, কারো শ্রোত নাই, কারো শ্রোত বেশি, কারো রুপ শান্ত, কারো রুপ অশান্ত। একেক জেলা একেক রকম, যেমন কোথাও ঝাকঝিক্ক বেশি, আবার কোথাও সাধারন থাকাটাই অসাধারন। ওভারওল, বাংলাদেশ পরিবর্তন হচ্ছে, এর সাথে সাথে পরিবর্তন হচ্ছে, মানুষ, কালচার, সিস্টেম, কালচার, রঙ,রুপ সব ই।

এই পরিবর্তন যত দ্রুত হবে তত সুন্দর্য্য কমবে আমার মনে হয়।
নতুন যারা ভ্রমন করেন তাদের জন্য সাবের আহম্মেদ সুকর্ন কিছু পরামর্শ।

১: অপরিচিত জায়গায় বাহাদুরি দেখাবেন না। দূর থেকে অবলোকন করবেন, পরিস্থিতে বুঝবেন এরপর দরদাম, খাওয়া দাওয়া, বোঝা পড়া এইসব করবেন। ঠকবেন না।

২: কোথাও ঘুরতে গেলে, দামাদামী করার সময়ের ভিডিও রাখবেন, কোন জায়গায় ভয় লাগলে, অপরিচিত লাগলে ভিডিও করে রাখেন।

৩: তর্কাতর্কি না করে, ভালো ভাবে কথা বলুন। এতে কাজ না হলে উপস্থিত বুদ্ধি খাটাইতে পারেন। যেমন, আপনার বাবা আর্মিতে আছেন, পুলিশের ওসি। ভাই এইখানে আছেন ওখানে আছেন। জায়গা বুঝে কথা বলবেন।

৪: এমন ভাবে কথা বলুন যাতে বুঝা না যায় আপনি ওই জায়গায় নতুন।

৫: স্থানীয় থানার নাম্বার রাখার চেষ্টা করুন।

৬: নিজের সাথে সবসময় নিজের ছবি, আইডি কার্ড এইসব রাখার চেষ্টা করুন।

৭: কোথাও গেলে কোন প্রকার মাধক, উক্তত্য করা থেকে বিরত থাকুন।

সর্বশেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৮, ১৭:৪২
ফয়সাল উদ্দীন নিরব
নিজস্ব প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন