জাবি শিক্ষক সমিতির সভাপতি নুরূল আলম সম্পাদক বশির

  • ঢাকা
  • ২৬ ফেব্রুয়ারী ২০১৮, ২০:২১
  • সনজিৎ সরকার উজ্জ্বল
  • ২৫৮২ বার পঠিত
  • মন্তব্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির ২০১৮ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৫টি পদের মধ্যে ৮টি পদ পেয়ে ভিসিপন্থী প্যানেল ‘ বঙ্গবন্ধুর আদর্শের  শিক্ষক পরিষদ’ জয়ী হয়েছে। নির্বাচনে অধ্যাপক মো. নুরূল আলম (পদার্থ বিজ্ঞান) ২৭৫ ভোট পেয়ে সভাপতি ও অধ্যাপক বশির আহমেদ (সরকার ও রাজনীতি বিভাগ) ৩০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আবুল কালাম।

এছাড়া সমিতির নির্বাচনে ‘বঙ্গবন্ধুর আদর্শের  শিক্ষক পরিষদ’ প্যানেল থেকে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আক্তার (২৮৩) ভোট পেয়ে সহ সভাপতি, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নুহু আলম (২৯০) ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এ প্যানেল থেকে সদস্য পদে অধ্যাপক মো. মোতাহার হোসেন (আইবিএ) , অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম (ভূতাত্ত্বিক বিজ্ঞান) , সহকারী অধ্যাপক আবদুল মান্নান (পদার্থবিজ্ঞান) ও অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী (পদার্থবিজ্ঞান) বিজয়ী হয়েছেন ।

নির্বাচনে সাবেক ভিসি ড. শরীফ এনামুল কবির পন্থী ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল পেয়েছে ৭ টি পদ । এই প্যানেল থেকে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আওলাদ হোসেন ২৫০ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন সহযোগী অধ্যাপক লাইজু নাসরীন (ইংরেজি), সহযোগী অধ্যাপক মো. এজাহারুল ইসলাম (সিএসই), সহযোগী অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান (লোক প্রশাসন), অধ্যাপক মো. শাহেদুর রশিদ (ভূগোল ও পরিবেশ), অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান (পরিবেশ বিজ্ঞান), গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. সাব্বির আলম ।

উল্লে­খ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচনে ১৫টি পদের বিপরীতে আওয়ামীপন্থী শিক্ষকদের দুটি প্যানেল থেকে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিভিন্ন বিভাগের মোট ৫৪৩ জন শিক্ষকের মধ্যে ৫১৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন । বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অফিসার ক্লাবে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৮, ২০:২১
সনজিৎ সরকার উজ্জ্বল
জাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন