র‌্যাগ-৪০ এর রাজা-রাণী নির্বাচন আগামীকাল

জাবি র‍্যাগ-৪০ এর রাজা-রাণী প্রার্থীরা
জাবি র‍্যাগ-৪০ এর রাজা-রাণী প্রার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব উদযাপন উপলক্ষ্যে শুক্রবার  রাজা-রাণী নির্বাচন-২০১৮ অনুষ্ঠিত হবে। র‌্যাগ-৪০ এর রাজা-রাণী নির্বাচনে প্রার্থী হয়েছেন মোট ৫ জন। এরমধ্যে রাজা প্রার্থী হয়েছেন এএসএম মাহবুবুল আলম (ফার্মেসী) , মো. ইমরান হোসাইন (লোক-প্রশাসন), আবু কাওছার (নাটক ও নাট্যতত্ত্ব) এবং রাণী প্রার্থী হয়েছেন যারীন তাসনিম (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং), কাজী সায়মা বানু (রসায়ন) ।

বৃহস্পতিবার জাকসু ভবনে বিকেল সাড়ে তিনটায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এলতেফাত হোসাইন। তিনি জানান, র‌্যাগ রাজা-রানী নির্বাচনের লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হয়েছে। ১ জন রাজা ও ১ জন রাণী নির্বাচনের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাকসু ভবনে ভোটগ্রহণ চলবে।

সর্বশেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৮, ০০:০৩
সনজিৎ সরকার উজ্জ্বল
জাবি প্রতিনিধি

সর্বশেষ আপডেট


বিনোদন