একুশে বইমেলায় নাঈমুল রাজ্জাকের কাব্যগ্রন্থ ‘কাব্যশৃঙ্গ’

নাঈমুল রাজ্জাকের কাব্যগ্রন্থ ‘কাব্যশৃঙ্গ’
নাঈমুল রাজ্জাকের কাব্যগ্রন্থ ‘কাব্যশৃঙ্গ’

রাজধানী ঢাকার বাংলা একাডেমী এবং সোহরাওয়ার্দী প্রাংগনে চলছে বাঙ্গালার সাহিত্য প্রেমী মানুষদের প্রানের উৎসব অমর একুশে গ্রন্থ মেলা। যেখানে নতুন নতুন বইয়ের পশরা সাঝিয়ে বসেছে শত শত প্রকাশনা স্টল। উদ্দেশ্য একটাই, লেখক পাঠকের মাঝে সেতু বন্ধন সৃষ্টি করে বাঙ্গালীর শিল্প ও সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়া।

আর যারা বাংলার এই শিল্প ও সাহিত্যকে সমৃদ্ধশালী করতে সবচেয়ে অগ্রনী ভুমিকা পালন করছে তারা হল , লেখক , কবি তথা সাহিত্যিক সমাজ। যারা নিরলস ভাবে কাজ করে যায় একান্ত নির্জনে , নিভৃতে। এই সাহিত্য সমাজেরই একজন সাহিত্যিক নাঈমুল রাজ্জাক। এবার বই মেলায় বেড়িয়েছে তার নতুন কবিতার বই ‘কাব্যশৃঙ্গ’ । বইটি পাওয়া যাচ্ছে টুম্পা প্রকাশনীর ৩৪২ নম্বর স্টলে।

লেখক কে প্রশ্ন করা হয়েছিল পাঠক কেন আপনার বইটা পড়বে? প্রতি উত্তরে তিনি বলেন, আমার বইয়ের কবিতা গুলোতে স্বপ্নের কথা বলা হয়েছে, স্বপ্ন বুননের রঙ্গিন ঘুড়ির ইঙ্গিত দেয়া হয়েছে। ২৬ টা কবিতা নিয়ে সাজানো কাব্যগ্রন্থটির কবিতাগুলোর আহবান ,মূল্ভাব এবং বিবরনে ভালবাসা মিশ্রিত অনুভূতি ফুটে উঠেছে।
এছাড়া, মূলভাব এবং কায়ক্লেশ কবিতাগুলোতে সম্পর্ক ও ভালবাসার বিশেষ বিশেষ দিক উঠে এসেছে। আমার বিশ্বাস , কবিতা গুলো পড়তে পড়তে পাঠকেরা ক্ষণিকের তরে কাব্য জগতে হারিয়ে যাবে।

সর্বশেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৮, ০১:১৮
মামুনুর রশিদ
ক্যাম্পাস প্রতিনিধি, ষ্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, সিদ্ধেশ্বরী শাখা

সর্বশেষ আপডেট


বিনোদন