২০১৭ সালের বন্যায় হাওর এলাকায় মারাত্নক ফসলহানির পর হাওর এলাকায় ছুটে যায় একঝাক তরুন। হাওরের মানুষদের মাঝে আবির্ভাব ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য, ওষধ,ফসলের বীজ বিতরন করে তরুনরা।অসহায় মানুষের পাশে দাডানোর লক্ষ্যে একঝাক তরুন ২০১৬ সালের ২৫শে নভেম্বর প্রতিষ্ঠা করে আবির্ভাব ফাউন্ডেশান।
এর প্রধান উদ্যাক্তা মীর আহম্মেদ রিদয়,আর্তমানবতার সেবায় কাজ করা, দুঃস্থ মানুষের পাশে দাডানো এই ফাউন্ডেশনের লক্ষ্য।
সংগঠন টি ঢাকা ভিত্তিক হলে রাজশাহী, বগুডা, টাংগাইল, মাদারীপুর,চট্রগ্রাম, কক্সবাজার, গাইবান্ধা, মেহেরপুর এ ইতিমধ্যে কাজ করেছে ফাউন্ডেশনের সদস্যরা। গত ১২ই জানুয়ারী হাওর এলাকা সুনামগন্জ জেলার বিভিন্ন এলাকায় ২৫৫ হতদ্ররিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরন এবং ত্বকের যত্নে মেরিল পেট্রেলিয়াম জেলি দিয়ে অসহায় শীতার্ত মানুষের পাশে দাডায় সংগঠন টি।
এর আগে দেশের বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ কম্বলল বিতরন করে ফাউন্ডেশনের নিবেদিত প্রান কর্মীরা। এছাডা জয়পুরহাটে ১৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরন ও শিক্ষা মেলার আয়োজন করে সংগঠনের সদস্যরা।
শীতবস্ত্র বিতরন প্রসঙ্গে ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আরাফাত দেওয়ান বলেন আমরা ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরন করেছি, এবার হাওর এলাকার শীতার্তদের পাশে দাডাতে পেরে খুব ভাল লাগছে,কিছুটা হলে ও এই শীতার্ত মানুষদের শীত একটু হলেও নিবারন হবে।
আবির্ভাব ফাউন্ডেশন এই শীতে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গর্ভবতী মহিলাদের মাঝে কম্বল বিতরন এর কার্যক্রম শেষ করেছে ফাউন্ডেশনটি। ঈদবস্ত্র বিতরন, ইফতার আয়োজন,ব্লাডডোনেট,মাদক বিরোধী ক্যাম্পেইন করে যাচ্ছে সংগঠন টি। বর্তমানে সংগঠন টি উম্মুক্ত লেখালিখি”নামে একটি প্রযেক্ট পরিচালনা করছে, ২০১৮সালের বই মেলায় নবীন লেখকদের লেখা ছাপানো কে উদ্দেশ্য করে এই উদ্যাগ নিয়েছে ফাউন্ডেশন টি।
আবির্ভাব ফাউন্ডেশনের সদস্য তানিয়া ইসলাম একুশ শতককে বলেন প্রতিভাবান অনেক লেখক আছেন যারা অর্থ কিংবা সুযোগ এর অভাবে তাদের লেখা প্রকাশ করতে পারেনা, এ বিষয় কে মাথায় রেখে ফাউন্ডেশনের এই আয়োজন, আবির্ভাব ফাউন্ডেশনের উদ্যাক্তা মীর আহম্মেদ বলেন “অসহায় মানুষের কাছে আমাদের নূন্যতম সহযোগীতা ভালবাসা পৌছে দিতে পারলে আমাদের কষ্ট সার্থক। আমাদের সামান্য সহযোগীতায় এসব মৌলিক অধিকার না পাওয়া মানুষ গুলো একটু হলে ও উপকৃত হবে, এসব ছিন্নমূল অসহায় মানুষদের সহযোগীতা দিয়ে সমৃদ্ধশীল দেশ গডা এবং দেশের কল্যানে কাজ করা আবির্ভাব ফাউন্ডেশনের প্রধান উদ্দেশ্য।
পাঠকের মন্তব্য