আজ ভ্যালেন্টাইনস ডে। যুগলদের দেখে সিঙ্গেলদের মধ্যে স্বভাবতই উসখুস করার দিন। কিন্তু সিঙ্গেলদের জন্যে আছে অন্যরকম এক সুখবর। তবে খবরটি শুধুমাত্র সিঙ্গেল মেয়েদের জন্যই।
ভ্যালেন্টাইনস ডে’তে বয়ফ্রেন্ড হিসাবে নিজেকে ভাড়া খাটানোর প্রস্তাব দিয়ে ফেসবুকে পোষ্ট করেছেন এক ভারতীয় যুবক। রীতিমতো প্যাকেজ, সময় সবকিছুই লিখে পোষ্ট করেছেন সে। ইতিমধ্যে তাঁর সেই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে।
২৬ বছর বয়সী শকুল গুপ্ত নামে এক যুবক গত শনিবার ফেসবুকে একটি পোষ্ট করেন। ওই পোস্টে ভ্যালেন্টাইনস ডে’র জন্য নিজেকে ভাড়া খাটানোর কথা জানান তিনি। অবশ্য এজন্য বিভিন্ন ধরণের প্যাকেজের কথাও উল্লেখ করেছেন শকুল।
শকুলের ফেসবুক পোষ্ট
প্রথম প্যাকেজে যেমন রয়েছে হাত ধরে ঘোরা, তেমনি শেষ প্যাকেজে সঙ্গিনী যা চাইবে তাঁর সঙ্গে তাই করতে পারেন বলেও এমন প্রস্তাব রয়েছে। ফেসবুক পোস্টে নিজের ওজন, উচ্চতাও উল্লেখ করেছেন শকুল।
শুধু তাই নয়, ভ্যালেন্টাইনস ডে’র জন্য নিজের উপর ২০ শতাংশ ছাড়ও দেওয়া হবে বলে জানিয়েছেন ওই যুবক। পাশাপাশি তাঁর নিজের অডিতেও ঘোরার কথা বলেছেন শকুল।
তবে শুধু এবছর নয়, গত বছরও পাঁচটি মেয়ের সঙ্গে ভ্যালেন্টাইনস ডে পালন করেছেন শকুল। সেখানে প্রত্যেকটি মেয়েকে আইফোন সেভেন সে উপহার দিয়েছেন বলে খবর।
তবে অফার খুব বেশিক্ষণ থাকবে না। ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অফার থাকবে বলে জানিয়েছেন শকুল।
পাঠকের মন্তব্য