‘বেড়াজাল’ সাংস্কৃতিক দলের যাত্রা শুরু

অপসংস্কৃতি ও মাদকের বেড়াজাল থেকে বেরিয়ে এসে মুক্ত জ্ঞান বিকাশের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক কে টিকিয়ে রাখার অধম্য প্রচেষ্টারত বেড়াজাল সাংস্কৃতিক দলের অগ্রযাত্রা।
শিক্ষার পাশাপাশি সামাজিক কার্যবলি ও সাংস্কৃতিক চর্চায় যেমন, নৃত্য, সঙ্গীত, অভিনয়, আবৃতি, ও সাহিত্য চর্চার মাধ্যমে নিজেদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তুলবে।

“বেড়াজাল” সাংস্কৃতিক দলের সভাপতি মিরাজ হোসেন সাগর বলেন: সাহিত্য হলো মানুষের সুখ- দুঃখের বহিঃপ্রকাশ। এই সাহিত্য উপর গনমাধ্যম গুলো বিচলন করে। যদি সাহিত্য হয় স্ব-সাংস্কৃতিক তাহলে গনমাধ্যম গুলো দেশের ভাবমূর্তি প্রকাশ ঘটাবে।

তিনি বলেন, ‘শুধু দেশে নয়, প্রবাসী বন্ধুরাও যেমন, ইতালী, ডেনমার্ক, মালয়েশিয়া,সৌদিআরব, ওমান, ইংল্যান্ড, ভারত, রাশিয়া, জাপান ইত্যাদি থেকেও দেশের সাথেও সাংস্কৃতিক চর্চার সুযোগ পেয়ে পদক্ষেপ নিয়েছি। তারা তাদের সৃজনশীল চিন্তা ভাবনা নিয়ে সাহিত্য চর্চার পাশে থাকবে।

“বেড়াজাল” সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার মৌসুম হাসান বলেন, সুস্থ মনুষ্ত্বের মানবীয় মানসিকতা মননে ধারন করে সমাজ, দেশ ও জাতির সুনাগরিক হিসেবে গড়ে ওঠাই হলো আমাদের মূল লক্ষ্য।

তাছাড়া বেড়াজাল সাংস্কৃতিক দলটি কয়েকটি সুন্দর পরিকল্পনা যেমন, দেশের পর্যটন স্থানে ট্রাভেলস, মাসিক ম্যাগাজিন বই, ফটোগ্রাফি ও ছাত্র/ ছাত্রীদের সাহিত্য চর্চার ব্যবস্থা তেরি করা। সামাজিক কর্মকান্ডের মধ্যে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক/ শিক্ষিকা নিয়ে তৈরি করা হয়েছে টিচার্স ব্লাড ডোনেট বিভাগ। তাছাড়া দেশের দূর্যোগে অসহায়দের পাশে থাকা ও দেশের সামাজিক কাজে সবাই কে সচেতনতা করা।

“নর্দান স্কুল এন্ড কলেজের অভিজ্ঞ শিক্ষিকা কাজল বেগম মতে, শিশুরা অনুকরণ প্রিয়।তারা বেড়ে ওঠে পরিবার ও শিক্ষকবৃন্দদের দ্বারা। তাই সবার আগে পরিবারের সদস্য ও শিক্ষক/ শিক্ষিকাবৃন্দদের সচেতন ও বিশেষ ভুমিকা পালন করতে হবে। কারণ তারাই একটি শিশুর পথপ্রদর্শক।

ধীরে ধীরে দেশের সাংস্কৃতিক হারিয়ে যাচ্ছে বিভিন্ন দেশের অপসংস্কৃতি মাধ্যমে। কারণ শিশুরা এখন সাহিত্য থেকে অনেক দুরে। নতুন প্রজন্মরা নিজেদের দেশীয়ও সাহিত্য নিয়ে বেড়ে ওঠলে দেশ থেকে হারিয়ে যাবেনা কবি নজরুল, লালন, ও আলাউদ্দিন আলী মত নক্ষত্রদের।

নর্দান স্কুল এন্ড কলেজের শিক্ষক মো: আনোয়ার শামীম বলেন, দেশের সাহিত্য চর্চা গুলো সঠিকভাবে থাকলে দেশের অপসংস্কৃতি অনেকাংশ বন্ধ হবে। বেড়াজাল সাংস্কৃতিক গোষ্ঠীর মহৎ কাজকে আমি সাধুবাধ জানায়।

সবাই দেশের সাহিত্যকে বুকে ধারন করে চললে দেশ ফিরে পাবে তার পুরনো ঐতিহ্য। দেশের সাংস্কৃতিক এগিয়ে নিয়ার আরও একটি অধম্য তারুণ্যদের “বেড়াজাল” গোষ্ঠী।

সর্বশেষ আপডেট: ৯ ফেব্রুয়ারী ২০১৮, ১২:০৬
আসিফ মুহাম্মদ মোসাদ্দেক
ফিচার প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন