দুর্নীতির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
একই সঙ্গে তারেক রহমানসহ অন্য পাঁচ আসামীকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
খালেদা জিয়াকে পুরনো কারাগারে নেয়া হচ্ছে
দুর্নীতির মামলায় আদালতের রায় ঘোষণার পর বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে নেয়া হচ্ছে।
এটি একসময় বাংলাদেশের কেন্দ্রীয় কারাগার ছিলো।
খালেদা জিয়া ন্যায়বিচার পাননি: বিএনপি
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বিবিসিকে বলেন এ রায়ে খালেদা জিয়া ন্যায় বিচার পাননি।
তিনি বলেন, “আমরা ক্ষুব্ধ। রায়ের বিরুদ্ধে আমরা আইনগত পদক্ষেপ অবশ্যই নিবো”।
অন্যদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতাকর্মীদের রাস্তায় নেমে এসে শাান্তিপূর্ণ ভাবে আইনের সীমায় থেকে আন্দোলনে নেমে আসার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, “এ রায়ে প্রতিহিংসার বহি:প্রকাশ ঘটিয়েছে সরকার”।
পাঠকের মন্তব্য