খালেদা জিয়ার মামলার রায় কয়েক ঘন্টার মধ্যেই

বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় আজ ঘোষণা করা হবে।

প্রায় ১০ বছর আগে, ২০০৮ সালের জুলাই মাসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বে থাকার সময় এই মামলাটি করেছিল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন।

খালেদা জিয়াসহ মোট ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩রা জুলাই ঢাকার রমনা থানায় মামলাটি করেছিলো দুর্নীতি দমন কমিশন।

সেখানে অভিযোগ করা হয়, এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া ২ কোটি ১০ লাখ টাকা ৭১ হাজার ৬৭১ টাকা প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতার অপব্যবহার করে জিয়া অরফানেজ ট্রাস্টের দেয়া হলেও, তা এতিম বা ট্রাস্টের কাজে ব্যয় করা হয়নি। বরং সেই টাকা নিজেদের হিসাবে জমা রাখার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।

সার সংক্ষেপ

  • জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করা হয় ২০০৮ সালের ৩রা জুলাই, সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়।
  • মামলার মূলে রয়েছে এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া টাকা ট্রাস্টে না রেখে আত্মসাৎ করার অভিযোগ।
  • তদন্ত শেষে ২০০৯ সালে অভিযোগ পত্র দেয়া হলেও, মামলার অভিযোগ গঠন করা হয় ২০১৪ সালের মার্চ মাসে।
  • মিসেস জিয়া ছাড়াও, আসামীর তালিকায় আছেন তাঁর ছেলে তারেক রহমান, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকীসহ কয়েকজন।
  • খালেদা জিয়ার বিরুদ্ধে আরো ৩৫টি মামলা রয়েছে, যার মধ্যে চারটি দুর্নীতি সংক্রান্ত।

আদালত চত্ত্বরে নিচ্ছিদ্র নিরাপত্তা
রায় ঘোষনা উপলক্ষ্যে আদালত চত্ত্বর এবং তার আশেপাশের পুরো এলাকা নিচ্ছদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব। সাদা পোশাকে আছে বিভিন্ন সংস্থার গোয়েন্দারা।রায়কে ঘিরে নিরাপত্তার কড়া আয়োজন সর্বত্র

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে পুরো আদালত এলাকা জুড়ে কড়া নিরাপত্তার আয়োজন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালতের চত্বরের বাইরে অলি গলির মুখেও অবস্থান নিয়েছে পুলিশ র‍্যাব। ঢাকার বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে তল্লাশি করা হচ্ছে পথচারীদের। সংবাদদাতা কাদির কল্লোল রয়েছেন আদালতে। তিনি বলছেন সেখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিবিসির সংবাদদাতা আবুল কালাম আজাদ গুলশান এলাকা থেকে জানিয়েছেন ব্যারিকেড বসেছে খালেদা জিয়ার গুলশানের বাড়ির সামনেও। সকাল দশটার পর খালেদা জিয়া তার বাসা থেকে বের হবেন বলে তার কার্যালয়ের কর্মকর্তারা জানাচ্ছেন।

রাজপথ ফাঁকা
ঢাকায় আজ গণপরিবহন নেই বললেই চলে। সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে উবার পাঠাওয়ের মতো সার্ভিসগুলোও। সাধারণত এ সময়ে যানবাহনে ভরপুর থাকে ঢাকার রাস্তাগুলো। কিন্তু আজ ঢাকার রাজপথ ফাঁকা।

বনানীতে মিছিল
মিছিল সমাবেশে ওপর নিষেধাজ্ঞার মধ্যেই খালেদা জিয়ার শাস্তি দাবি করে সকাল আটটায় বনানীর ১১ নম্বর সড়কে একদল ব্যক্তি মিছিল করে।

রায় নিয়ে উদ্বেগ

বিএনপি’র নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলার রায়কে কেন্দ্র করে দেশজুড়ে এক ধরনের চাপা উদ্বেগ তৈরি করেছে। রায়ের দিন সম্ভাব্য সহিংসতার আশংকায় দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর হাজার হাজার সদস্য মোতায়ের করা হয়েছে। ঢাকামুখি পরিবহনগুলোতে তল্লাশির পাশাপাশি বাড়তি তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ ও র‍্যাব।

খালেদা জিয়া বলছেন তাকে রাজনীতি থেকে দূরে রাখা হচ্ছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট নামে একটি দাতব্য প্রতিষ্ঠানের তহবিল আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে এক মামলার রায়ের আগের দিন, বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছেন, তাকে রাজনীতি এবং নির্বাচন থেকে দূরে রাখার জন্য আদালতকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে।

সর্বশেষ আপডেট: ৮ ফেব্রুয়ারী ২০১৮, ১০:১১
বিবিসি বাংলা

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন