মানিকগঞ্জে খানা তথ্য ভান্ডার (এনএইচডি) শুমারি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.নাজমুছ সাদাত সেলিম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.বাবুল মিয়া, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাহমুদুজ্জামান, উপ-পরিচালক ও জেলা শুমারি সমন্বয়কারী-২ মো. আজাদুল ইসলামসহ সাত উপজেলার শুমারি সমন্বয়কারিগণসহ বিভিন্ন পরিসংখ্যাণ কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুমারি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিসংখ্যান কার্যালয় প্রঙ্গনে এসে শেষ হয়।
জেলার একটি খানাও যেন বাদ না পরে, সেই লক্ষ্যে গণসচেতনতা তৈরি করার নিমিত্ত জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত সেলিম এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের নেতৃত্বে মানিকগঞ্জ জেলার খানা জরীপের কাজে নিয়োজিত প্রায় ২শত জন কর্মকর্তা ও কর্মচারী প্রচারণার শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
পাঠকের মন্তব্য