ক্যালিফোর্নিয়ায় তেরো সন্তানকে বিছানার সাথে শিকল দিয়ে বেধে রেখেছিলো বাবা-মা

ডেভিড অ্যালেন ও লুইসি অ্যানা টারপিন।Riverside County Sheriff
ডেভিড অ্যালেন ও লুইসি অ্যানা টারপিন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়ি থেকে বাবা মায়ের হাতে নির্যাতনের শিকার ১৩ ভাইবোনকে উদ্ধারের পর তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে পুলিশ

দুই থেকে উনত্রিশ বছর বয়সী ঐ ছেলেমেয়েদের তাদের বিছানার সাথে শিকল দিয়ে বেধে রেখেছিলো তাদেরই বাবা ও মা।

ডেভিড অ্যালেনও লুইসি অ্যানা টারপিন নামে ঐ বাবা-মাকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার সকালে আটক ছেলেমেয়েদের মধ্যে সতেরো বছর বয়সী একটি মেয়ে পালিয়ে যায়। সে জরুরী বিভাগকে ভাইবোনদের বন্দি অবস্থা সম্পর্কে জানায়। তখনই বিষয়টি প্রথম পুলিশের গোচরে আসে।

তাদের উদ্ধার করার পর পুলিশ জানিয়েছে ঐ ছেলেমেয়েরা অপুষ্টিতে ভুগছে। তাদের শরীর খুব নোংরা অবস্থায় ছিল। খুবই দুর্গন্ধযুক্ত নোংরা পরিবেশে তাদের আটকে রাখা হয়েছিলো।

অভিযুক্ত বাবা-মাকে জিজ্ঞাসাবাদের পর রবার্ট প্রিসলি ডিটেনশন সেন্টারে (আরপিডিসি) পাঠানো হয়েছে। তাদেরকে নির্যাতন ও শিশুদের জীবন বিপদগ্রস্ত করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আনা দুটি অভিযোগের প্রতিটির জন্যে জামিনের মূল্য ধার্য্য করা হয়েছে ৯ মিলিয়ন ডলার। অর্থাৎ এই মূহুর্তে তারা জামিন নিতে চাইলে ১৮ মিলিয়ন ডলার আদালতে জমা দিতে হবে।

সানবার্নাডিনো শহরের এই ঘটনা বিশ্বব্যাপী ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

সর্বশেষ আপডেট: ১৬ জানুয়ারী ২০১৮, ০৮:১৯
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন