সস্প্রতি ডরিন পাওয়ার এবং ইবনে সিনা ট্রাস্ট এর মধ্যে একটি কর্পোরেট মেডিকেল সার্ভিস চুক্তি স্বাক্ষরিত হয়।ডরিন পাওয়ার এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির সিইও মোস্তফা মঈন; স্বাক্ষী হিসাবে স্বাক্ষর করেন এস এম আহ্বাবুর রহমান, হেড অব এইচ আর এবং ইকবাল হোসেন , সিএও, অন্যদিকে ইবনে সিনা ট্রাস্ট এর পক্ষে স্বাক্ষর করেন এএনএম তাজুল ইসলাম, জিএম এন্ড হেড অব মার্কেটিং এবং স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করেন নিয়াজ মাখদুম সিবলী এবং মোঃ হাদিউল করিম।
এই চুক্তির আওতায় ডরিন পাওয়ার এর সকল কর্মকর্তা, কর্মচারী ও তাদের পোষ্যগন (বাবা-মা, স্ত্রী, সন্তান)নিম্নলিখিত ডিস্কাউন্ট সুবিধা ভোগ করবেনঃ
১। সকল প্রকার প্যাথলজিক্যাল টেস্ট এর উপর ৩৫% ডিস্কাউন্ট
২। সকল প্রকার পিসিআর টেস্ট এর উপর ৩০% ডিস্কাউন্ট
৩। সকল প্রকার রেডিওলজিক্যাল এবং ইমেজিং টেস্ট এর উপর ৩০% ডিস্কাউন্ট
৪। বেড ভাড়ার উপর ১০% ডিস্কাউন্ট (শুধুমাত্র ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কল্যানপুর)
উল্লেক্ষ্য, ইউনাইটেড হাসপাতাল লিঃ এর সাথে ও ডরিন পাওয়ার অনুরুপ একটি চুক্তি স্বাক্ষর করে।এর মাধ্যমে ডরিন পাওয়ার কর্মী বান্ধব পরিবেশ সৃষ্টিতে একধাপ এগিয়ে গেল।
পাঠকের মন্তব্য