অমিক ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সহ-সম্পাদক মনোনীত

  • ঢাকা
  • ১১ জানুয়ারী ২০১৮, ২১:৪১
  • বেনজির আবরার
  • ২২২২ বার পঠিত
  • মন্তব্য
অমিক ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সহ-সম্পাদক মনোনীত।
অমিক ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সহ-সম্পাদক মনোনীত।

ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের কমিটির বর্ধিতাংশে সহ-সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন স্টামফোর্ড ইউনিভার্সিটির সিভিল অনুষদের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়টির সাহিত্য ফোরামের সাবেক সভাপতি অমিক শিকদার।

পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার ভিটাবাড়ীয়া ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারের মরহুম ডাঃকবির আহমেদ শিকদারের একমাত্র সন্তান তানভীর আহমেদ অমিক শিকদার।

ছোটবেলা থেকে লাজুক সভাবের থাকলেও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হন।অমিক শিকদার ভিটাবাড়ীয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে জি.পি.এ ৫ পেয়ে কৃতিত্বের সাথে এস.এস.সি পাশ করেন।এরপর পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচ. এস.সি পাশ করেন।স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হোন।ছোটবেলা থেকেই বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত হন।স্টামফোর্ড ডিবেট ফোরামের জয়েন্ট প্রোগ্রাম সেক্রেটারি নির্বাচিত হন ২০১৬ সালে।লিখেছেন অসংখ্য কবিতা।আবৃত্তিও করেছেন বিভিন্ন রেডিও স্টেশন এবং টেলিভিশন চ্যানেলে।এছাড়াও বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন।

২০১৭ সালে স্টামফোর্ড সাহিত্য ফোরামের সভাপতি নির্বাচিত হোন এবং সফল সভাপতি হিসেবে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অমিক শিকদারকে সম্মাননা স্মারক প্রদান করেন।এর মাঝেই তিনি ছাত্রলীগের কর্মকান্ডের সাথে যুক্ত থাকেন।বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে উজ্জীবিত হন।২০১৮ সালে তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের এক বর্ধিত সভায় সহ সম্পাদক নির্বাচিত হন।তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সমসময় নিজেকে নিয়োজিত রাখবো।কৃতজ্ঞতা প্রকাশ করেন সকল শুভানুধ্যায়ীদের প্রতি।

সর্বশেষ আপডেট: ১১ জানুয়ারী ২০১৮, ২১:৪১
বেনজির আবরার
ফিচার প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন