কখনো কি ভেবে দেখেছেন আপনি প্রতিনিয়ত ইন্টারনেটে যে সমস্ত তথ্য অন্যদের সঙ্গে শেয়ার বা পাঠাচ্ছেন, তা যেকোনো সময় চুরি কিংবা হ্যাকিংয়ের শিকার হতে পারে। হ্যাকার এর হাতে যে কোনো সময় পড়তে পারে আপনার মূল্যবান তথ্য।
ইন্টারনেটে তথ্যের সুরক্ষায় এনক্রিপশন পদ্ধতিই সেরা। এনক্রিপশন এমন একটি পদ্ধতি যা কম্পিউটারের মানুষের পাঠযোগ্য কোনো তথ্যকে এমনভাবে পরিবর্তন করে যা মানুষ পড়তে এবং বুঝতে পারে না। তাই কেউ যদি ফাইল এনক্রিপটেড থাকা অবস্থায় কম্পিউটারে অ্যাকসেস করতে পারে তবুও সে সেই ফাইলকে ওপেন করতে পারবে না, যদি তার কাছে ‘এনক্রিপটেড কি’ না থাকে।
এনক্রিপশন এর বেসিক ফাংশন হল, কোনো নরমাল টেক্সটকে পরিবর্তন করে সাইফার টেক্সট এ পরিবর্তন করা। এনক্রিপশন এটার নিশ্চয়তা প্রদান করে যে, এটা কোনো অসাধু মানুষের হাতে গেলে সে যেন ডেটাকে পড়তে না পারে।
এই পদ্ধতিতে ফাইল সংরক্ষণ করলে দ্রুততম কম্পিউটার বা নেটওয়ার্ক ব্যবহার করেও কেউ আপনার ফাইল ক্র্যাক করতে সক্ষম হবে না। আপনার যদি ডিজিটাল ফাইলগুলোর সুরক্ষার প্রয়োজন হয়, তবে নিচের টিপসগুলো অনুসরণ করতে পারেন।
ফাইলগুলো শেয়ার করার সময় সেগুলো এনক্রিপ্ট করুন
অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারীই এটা সম্পর্কে চিন্তা করে না। কিন্তু ইন্টারনেটে অন্য কারো সঙ্গে যে কোনো ফাইল শেয়ার করার আগে সেটিকে এনক্রিপ্ট করে নেয়াই শ্রেয়। এটা করা খুবই সহজ। শুধু এনক্রিপশন বৈশিষ্ট্য সম্বলিত ফাইল ট্রান্সফার ওয়েবসাইট খুঁজে নিতে হবে। অথবা আপনি এমন একটি ইমেইল পরিষেবাকে বেছে নিতে পারেন, যা ফাইল এনক্রিপশন সুবিধা দেয়। এনক্রিপশন সুবিধা পেতে আপনি নিচের ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন।
• www.senditonthenet.com
• www.sendinc.com
• www.tutanota.com
• www.protonmail.com
ক্লাউড সার্ভিস এর জন্য একটি ভালো এনক্রিপশন বেছে নিন
ক্লাউড সার্ভিসে আপনার সংরক্ষিত ফাইলগুলোর নিরাপত্তার জন্যে একটি ভালো এনক্রিপশন সার্ভিস ব্যবহার করা উচিত। আর এক্ষেত্রে আপনি ‘বক্সক্রিপটর’ নামের একটি পরিষেবাকে বেছে নিতে পারেন। এই পরিষেবাটি অধিকাংশ ক্লাউড সার্ভিস প্রদানকারীরা সমর্থন করে। এছাড়াও এটি সব জনপ্রিয় ডেস্কটপ এবং মোবাইল প্ল্যাটফর্মেই কাজ করে।
ইমেইলগুলো নিরাপদ রাখুন
ইমেইল এনক্রিপশন করার জন্যে ‘সেন্ডসেইফলি’ নামক পরিষেবাটিকে বেছে নিতে পারেন। এটি শেষ পর্যন্ত এনক্রিপশন সরবরাহ করে যাতে আপনি আরো নিরাপদ পদ্ধতিতে ইমেইল প্রেরণ করতে পারেন। এমনকি আপনি এটাকে এক্সটেনশন হিসেবে জিমেইল এবং আউটলুকের মতো ইমেইল সার্ভিসগুলোর সঙ্গে ব্যবহার করতে পারবেন। ফ্রি সংস্করণ ব্যবহার করলে আপনি প্রতি মাসে প্রায় ৫০ মেগাবাইট স্পেস পাবেন।
আপনার তথ্যগুলো টুলস এর মাধ্যমে গোপন রাখুন
জরুরী প্রয়োজনের সময় আমাদেরকে বন্ধুদের সঙ্গে এটিএম কার্ডের পিন বা ক্রেডিট কার্ডের বিবরণ এর মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করতে হয়। অনেক সময় অন্যদের সাথেও অনেক গুরুত্ত্বপূর্ণ তথ্য এবং পাসওয়ার্ড শেয়ার করি। এর ফলে পরবর্তীতে আমাদেরকে একাধিক পাসওয়ার্ড পরিবর্তন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। আপনি চাইলে ‘প্রিভোটি’ নামক একটি টুল ব্যবহার করে এই জটিলতা এড়াতে পারেন। এটা আপনাকে একটি নোট পাঠাতে দেয় যা পড়া হওয়ার সঙ্গে সঙ্গে মুছে যায়। উপরন্তু, এটা আপনি একটি পাসওয়ার্ড দিয়ে আরো নিরাপদ করতে পারেন। পরিষেবাটিতে আপনার নোটটি ধ্বংস করা হয়েছে কিনা তা জানাতে আপনাকে একটি ইমেইল পাঠানোরও ব্যবস্থা রয়েছে।
জিমেইল এনক্রিপ্ট করুন
আপনি যদি জিমেইল ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে আপনি ‘ফ্লোক্রিপ্ট’ নামের একটি টুল ব্যবহার করতে পারেন, যা ক্রোম ব্রাউজারে এক্সটেনশন হিসেবেও ব্যবহার করা যায়। টুলটি আপনার জিমেইল ইনবক্সের শুরু থেকে শেষ পর্যন্ত এনক্রিপশনের কাজ করে যাবে। যখন আপনি এক্সটেনশন যুক্ত করবেন, তখন এটি জিমেইলের নিয়মিত ‘কম্পোজ’ বাটনের পাশে একটি ‘সুরক্ষিত কম্পোজ’ বাটন যুক্ত করবে। আপনি এটি ব্যবহার করে আপনি জিমেইলে অ্যাটাচ্ করা ফাইলগুলোও এনক্রিপ্ট করতে পারবেন।
পাঠকের মন্তব্য