স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের সাথে এসএডিএফ এর শুভেচ্ছা বিনিময়

স্টামফোর্ড ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন স্টামফোর্ড মাদক বিরোধী ফোরাম। শনিবার (৬ই জানুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসে ট্রাস্টি বোর্ডের নব নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান ফোরামের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন স্টামফোর্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার উপদেষ্টা রেহানা আক্তার, ফোরামের কো-কনভেনর সিনিয়র লেকচারার শবনম মোস্তারী, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সুপা সাদিয়া, ফোরামের প্রতিষ্টাতা ও সভাপতি রাখিল খন্দকার নিশান, সাধারন সম্পাদক বেনজির আবরারসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি রাখিল খন্দকার নিশান বলেন, এসএডিএফ বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রথম মাদক বিরোধী ফেরাম। আমাদের সংগঠনের অনুকরনে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলো মাদক বিরোধী সংগঠন গড়ে তোলছে। আমরা জনসচেতনতার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়তে কাজ করে যাচ্ছি’। তিনি এ সময় স্টামফোর্ড মাদক বিরোধী ফোরামের বিভিন্ন অর্জন তুলে ধরেন।

ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ স্টামফোর্ড মাদক বিরোধী ফোরামের সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘ভালো কাজ করতে গেলে অনেক বাঁধা আসতে পারে, সব বাঁধা পেরিয়ে তোমরা তারুণ্যের শক্তি নিয়ে এগিয়ে যাবে। তোমাদের কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন রাখবে’।

প্রসঙ্গত, সম্প্রতি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টির সদস্যদের নির্বাচনে বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফাতিনাজ ফিরোজ। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির ভাইস-প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। তিনি স্টামফোর্ডের সঙ্গে সূচনালগ্ন থেকে যুক্ত রয়েছেন। তিনি শিক্ষানুরাগী হিসেবে পরিচিত। তাঁর পরিচালনায় স্টামফোর্ড স্কুল ও কলেজ পরিচালিত হচ্ছে। শিক্ষকতা পেশায়ও তাঁর বেশ দক্ষতা রয়েছে। এ ছাড়া ফাতিনাজ ফিরোজ বিভিন্ন সামাজিক ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত। ফাতিনাজ ফিরোজ ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে ‘ভিক্টিমোলজি অ্যান্ড রিস্টোরেটিভ জাস্টিস’ বিষয়ে লাভ করেন দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি।

সর্বশেষ আপডেট: ৬ জানুয়ারী ২০১৮, ২৩:১৩
ছাইফুল ইসলাম মাছুম
ষ্টাফ করেসপন্ডেন্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন