সিলেটের মাটিতে দ্বিতীয়বারের মত তিলোত্তমা ব্লাড ব্যাংককে সম্মাননা

২৯শে ডিসেম্বর ২০১৭ চা পাতার দেশ সিলেটে “বাংলাদেশ ব্লাড ডোনারস ফোরাম” এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

হাতিয়া দ্বীপের জনপ্রিয় সংগঠন “তিলোত্তমা ব্লাড ব্যাংকে”র পক্ষ হতে “বাংলাদেশ ব্লাড ডোনারস ফোরাম” কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিলোত্তমা ব্লাড ব্যাংক গ্রুপের অন্যতম প্রতিনিধি এডমিন সাইফুল ইসলাম রুবেল ও আদনান রাজিব।

উক্ত সংগঠন সারা বাংলাদেশ জরিপে সৈকত শাহরিয়ারকে সেরা রক্তদাতা ঘোষনা করে মেডেল প্রদান করেন, এবং সর্বোচ্চ রক্তদানে অবদান রাখায় রাজিব আদনান ও সাইফুল ইসলাম রুবেলকে সম্মাননা মেডেল প্রদান করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাজ সেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ “তিলোত্তমা ব্লাড ব্যাংক”কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বাংলাদেশ ব্লাড ডোনারস ফোরাম সংগঠনের পক্ষ হতে দেয়া ক্রেস্ট গ্রহণ করেন তিলোত্তমা ব্লাড ব্যাংকের প্রতিনিধি এডমিন শাহারিয়ার সৈকত, সাইফুল ইসলাম রুবেল ও আদনান রাজিব।

-তিলোত্তমা ব্লাড ব্যাংক “বাংলাদেশ ব্লাড ডোনারস ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সকল ডোনারেদেরকে সম্মাননা ক্রেস্ট উৎসর্গ করে।

সর্বশেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৬
আহসান হাবিব রুবেল
হাতিয়া উপজেলা প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন