শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে সামাজিক সংগঠন স্বপ্ন মিছিল। শুক্রবার ২৯ ডিসেম্বর ভুজপুরে শীতবস্ত্র বিতরন করেন সংগঠটির স্বেচ্ছাসেবীরা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারুয়াল ছডি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন, সাংবাদিক রহিম চৌধুরী সহ প্রমুখ।
ভুজপুর থানার ত্রিপুরা পাডা, আছরের ডেবা, পশ্চিম আন্দার মানিক, বডবিল সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ২১০ জন শীতার্ত অসহায় দ্ররিদ্র মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরন করা হয়। সামাজিক সংগঠন স্বপ্ন মিছিলের এটি ৪৬তম প্রজেক্ট ৮ম বারের মত কম্বল বিতরন।
প্রসঙ্গত, চট্টগ্রামস্থ এই সামাজিক সংগঠন টি যাত্রা শুরু করে ২০১০ সালের অক্টোবর মাসে, সমাজের অসহায় মানুষদের সহায়তায় হাত বাডিয়ে দেওয়ায় এই সংগঠনের লক্ষ্য। শুধু শীতবস্ত্র বিতরন নয়, নিজস্ব অর্থায়নে দ্ররিদ্র ছাত্র, ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন, পথ শিশুদের সাথে ফল উৎসব, বন্যা পরবর্তী দূর্গত এলাকায় ত্রান বিতরন, দ্ররিদ্র শিশুদের নিয়ে ঈদ উদযাপন এর আয়োজন করে সংগঠন টি।বিভিন্ন দিবসে বিনামূল্য রক্তের গ্রুপ নির্নয়ের আয়োজন করে স্বপ্ন মিছিলের সদস্যরা। স্বপ্ন মিছিলের উদ্যাক্তা অভিজিত বডুয়া একুশ শতককে বলেন, আমরা শুধু শীত বস্ত্র বিতরন নয়, আমাদের সামর্থ অনুযায়ী আমাদের এই সামাজিক সংগঠন স্বপ্ন মিছিলের সদস্যরা অসহায় মানুষের পাশে দাডাতে দূর্গম এলাকায় ত্রান নিয়ে যাওয়া সহ সেবামূলক কাজ করে থাকি।স্বপ্ন মিছিলের সদস্য আহম্মেদ ইমতিয়াজ মানিক বলেন প্রতিবছরের নেয় এবারও আমরা শীতবস্ত্র বিতরনের আয়োজন করেছি, ভবিষৎ ও আমাদের এই সামাজিক কার্যক্রম অব্যহত থাকবে।
পাঠকের মন্তব্য