বস্তিবাসীর জীবনমান উন্নয়নে এডভোকেসী সভা অনুষ্ঠিত

রাজধানীর কল্যানপুর এলাকায় বস্তিবাসীর জীবনমান উন্নয়নে স্থানীয় সরকার ও অন্যান্য স্টেক হোল্ডারদের নিয়ে এডভোকেসী সভার আয়োজন করেছেন এ্যাকশন এইড এর অর্থায়নে পরিচালিত প্রজেক্ট এল আর পি ৪৯ (রুপা)। বৃহঃপতিবার সকালে কল্যাণপুর নতুনবাজার ওমেন ক্যাফেতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রুপার প্রজেক্ট ম্যানেজার আন্জুমান আরা, তাদের বিভিন্ন কার্যক্রম বিস্তারিত তুলে ধরেন। কল্যণপুর বস্তিবাসীর প্রতিনিধি আব্দুল মান্নান বস্তির মানুষের পুনর্বাসন নিয়ে কথা বলেন। সিলড্রেন স্পন্সরশীপ প্রোগ্রাম নিয়ে কথা বলেন প্রজেক্টের স্পন্সরশীফ অফিসার মাহমুদা আক্তার বিউটি। প্রজেক্ট এল আর পি ৪৯ (রুপা) বাস্তবায়নে সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে সবুজের অভিযান ফাউন্ডেশন ও এনডিবাস।

সর্বশেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭, ২১:০৫
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন