নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকদ্রব্য বিক্রিতে বাধা দেয়ায় নাজিম-উল-ইসলাম (পরান) নামে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে ফতুল্লার তক্কারমাঠ এলাকায় ওই ছাত্রকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনার পর ওই ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এব্যাপারে শুক্রবার আহত ছাত্রের মামা মনির হোসেন ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ করেছেন। আহত পরান দাপা ইদ্রাকপুর এলাকার নজরুল ইসলাম মাষ্টারের ছেলে এবং ধানমণ্ডিতে অবস্থিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের (ইউডা) কম্পিউটার ইঞ্জিনিয়ারের শেষ বর্ষের ছাত্র।
আহত পরান জানান, তক্কারমাঠ এলাকায় তারা একটি ব্যাডমিন্টন খেলার মাঠ তৈরি করে সেখানে বন্ধুদের নিয়ে খেলাধুলা করেন। বৃহস্পতিবার সেই মাঠটি স্থানীয় সন্ত্রাসী শামীম ও তার সহযোগীরা দখলে নিয়ে মাদকের আসর বসায় এবং ওখানে এলাকার উঠতি বয়সী তরুণদের কাছে মাদক বিক্রি করেন। এনিয়ে প্রতিবাদ করলে সন্ত্রাসী শামীম ও তার সহযোগীরা তাকে এলোপাতারি কুপিয়ে জখম করে। এব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, অভিযুক্ত বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ আছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পাঠকের মন্তব্য