কলামিস্ট শ্যামল কুমার সরকারকে অভিনন্দন পত্র প্রদান

  • ঢাকা
  • ২২ ডিসেম্বর ২০১৭, ২১:৩৩
  • ডেস্ক রিপোর্ট
  • ৩১৬৩ বার পঠিত
  • মন্তব্য
কলামিস্ট শ্যামল কুমার সরকারকে অভিনন্দন পত্র প্রদান করছেন বিচ্ছুরণ ডটকম এর সম্পাদক এম.আর.লিটন, বিচ্ছুরণ পাঠক-লেখক সমাবেশে’র সদস্য রুমা আক্তার,শাহিনুর রহমান, সে সময় উপস্থিত ছিলেন লেখক মো.মোশারফ ।
কলামিস্ট শ্যামল কুমার সরকারকে অভিনন্দন পত্র প্রদান করছেন বিচ্ছুরণ ডটকম এর সম্পাদক এম.আর.লিটন, বিচ্ছুরণ পাঠক-লেখক সমাবেশে’র সদস্য রুমা আক্তার,শাহিনুর রহমান, সে সময় উপস্থিত ছিলেন লেখক মো.মোশারফ ।

মানিকগঞ্জে কলামিস্ট শ্যামল কুমার সরকারকে ‘মুজিব কোটের আইনি সুরক্ষা প্রয়োজন’ দাবী তুলে ধরার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

গতকাল বিকালে মানিকগঞ্জ বিজয় মেলায় ‘বিচ্ছুরণ স্টলে’, বিচ্ছুরণ পাঠক-লেখক সমাবেশে’র পক্ষ থেকে অভিনন্দন পত্র তুলে দেয়া হয় । অভিনন্দন পত্র তুলে দেন বিচ্ছুরণ ডটকম এর সম্পাদক এম.আর.লিটন, বিচ্ছুরণ পাঠক-লেখক সমাবেশে’র সদস্য রুমা আক্তার,শাহিনুর রহমান, সে সময় উপস্থিত ছিলেন লেখক মো.মোশারফ ।

উল্লেখ্য, ‘মুজিব কোটের আইনি সুরক্ষা প্রয়োজন’ শিরোনামে কলামিস্ট শ্যামল কুমার সরকার এর প্রবন্ধ বিচ্ছুরণ ডটকম অনলাইনে ১৭ ডিসেম্বর প্রকাশিত হয় । এই প্রবন্ধের মধ্যদিয়ে কলামিস্ট শ্যামল কুমার সরকার প্রথমবার ‘মুজিব কোটের আইনি সুরক্ষা প্রয়োজন’ দাবী তুলেন ।

সর্বশেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৭, ২১:৩৩
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন