অনলাইন এক্টিভিষ্ট ইউনিট অব বাংলাদেশের কমিটি গঠন

অনলাইন এক্টিভিষ্ট ইউনিট অব বাংলাদেশের কমিটি গঠন।
অনলাইন এক্টিভিষ্ট ইউনিট অব বাংলাদেশের কমিটি গঠন।

অন্যায়মুক্ত সুন্দর সমাজ গড়া এবং দেশের সকল অনলাইন এক্টিভিষ্টদের সংঘবদ্ধ করার লক্ষ্যে আজ অনলাইন এক্টিভিষ্ট ইউনিট অফ বাংলাদেশ সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন জেলা সংগঠক ও কেন্দ্রীয় ৭০ জন সংগঠকের প্রত্যক্ষ ভোটে মারুফ বিল্লাহকে আহবায়ক এবং জহিরুল ইসলাম সেতুকে যুগ্ম আহবায়ক করে মোট ১০ জনের কেন্দ্রীয় আহবায়ক কমিটি করা হয়। অন্যান্য সদস্যরা হলেন মোঃ জাওয়াদ নাদিম, শেখ মিজান, মোঃ আকতার, মিথুন হোসেন,সাইফ মাহমুদ,জ্ জ্ উ মারমা, রমেন বড়ুয়া এবং বাবু মারমা।

মারুফ বিল্লাহ বলেন, অনলাইন এক্টিভিষ্টরা সব সময় তাদের মত করে সকল অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিত জনমত গঠন ও বিভিন্ন সামাজিক কার্যক্রম করলেও এর কোনো কমিটি ছিল না। তাছাড়া বাংলাদেশে অনলাইনে লেখালেখি করার কারনে বিভিন্ন সময় বিভিন্ন এক্টিভিষ্টকে হামলা মামলা গুম খুনের শিকার হওয়ার কারনে অনলাইন এক্টিভিস্টরা নিরাপত্তাহীনতায় ভুগছিল, সংগঠন না থাকার কারনে বিভিন্ন সময় শোষকদের রোষানলে পরতে হয়েছে। তাছাড়া তারা বিভিন্ন সময়ে অনলাইনে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকলেও সংগঠন না থাকার কারনে প্রতিবাদ তেমন জোরালো হতো না। এই সমস্যাগুলোর সমাধানের জন্য অনলাইন এক্টিভিষ্টরা দীর্ঘদিন যাবত ইউনিটি গঠনের চেষ্টা চালিয়ে আসছিলো। পরিশেষে আমরা একত্রিত হতে পেরেছি এবং আমরা একটা সাংগঠনিক রূপ দিয়েছি। আমাদের লক্ষ্য সারাদেশের এবং দেশের বাইরের সকল অনলাইন এক্টিভিষ্টদের নিয়ে আমরা শক্তিশালী একটা সংগঠন করে তুলা। এই আহবায়ক কমিটি থেকে আমরা পূণাঙ্গ কমিটিতে যাব।

সর্বশেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৭, ২০:১৪
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন