নোয়াখালীর হাতিয়া উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রী রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পিং করেছে তিলোত্তমা ব্লাড ব্যাংক। শনিবার ওছখালী কে এস এস সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পিং এর আয়োজন করা হয়।
শুরুতে বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যাম্পিংয়ের কার্যক্রম উদ্ভোধন করা হয়, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোহাম্মদ রিজাউল করিমের ব্লাড টেষ্টের মাধ্যমে ফ্রী ব্লাড নির্নয়ের সূচনা করা হয়। এরপর একে একে আগ্রহী সকলের ব্লাড নির্নয় কার্যক্রম অব্যাহত থাকে। দিনব্যাপি ক্যাম্পিং এ পাঁচ শতাধিক মানুষ নিজেদের ফ্রী রক্তের গ্রুপ নির্নয় করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ারুল আজিম রাজু, হাতিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান সিকদার (পিপিএম), ওছখালী কে এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ টি এম রফিকুল ইসলাম। রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পিং উদ্ভোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নাজিম উদ্দিন।
সভাপতিত্ব করেন তিলোত্তমা হাতিয়া গ্রুপের অন্যতম এডমিন মহিউদ্দিন মিষ্টু।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, তিলোত্তমা গ্রুপের এসকল কার্যক্রম নতুন প্রজম্মকে ব্যাপক উৎসাহিত করবে এবং হাতিয়াবাসী এর সুফল পাবেন, আমরা তিলোত্তমা গ্রুপের অগ্রগতিতে আনন্দিত ভবিষ্যতে যে কোন ভালো কাজে পাশে থাকবো।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন তিলোত্তমা গ্রুপের এডমিন জুয়েল রানা, ডাঃ রহমত উল্যাহ, এস.বি নিশান, শামীম রেজা মাহি, নুর নবী আলিফ, নোমান, খন্দকার আরমান, হেলাল মাহমুদ, সাইফুল ইসলাম রুবেল, নুর আমিন, হেলাল, মোঃ ফয়েল, জিয়াউর রহমান খোকন, জামিল হোসেন রহমত, আকবর হোসেন, তাহসান আমির, খন্দকার সোহেল প্রমুখ।
পাঠকের মন্তব্য