“মহান বিজয় দিবস আজ” রাত পোহালে পুব আকাশে যে নতুন সূর্য উঠবে তা স্মরণ করিয়ে দিবে দিনটি বাঙালী জাতির গৌরবের, আনন্দের,বিজয়ের। এই গৌরবের বিজয় আনার জন্য যার নিঃস্বার্থ ভাবে জীবন দিয়েছে তাদের জন্য “রবীন্দ্রনাথের সে কথাটি মনে করিয়ে দেয় “উদয়ের পথে শুনি কার বানী।ভয় নাই ওড়ে ভয় নাই। নি:শেষে প্রান যে করিবে দান। ক্ষয় নাই তার ক্ষয় নাই।
আজ ১৬ ডিসেম্বর। আমাদের মহান বিজয় দিবস। বিজয়ের ৪৭ বছর পূর্ন হলো আজ।দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর ৩০ লাখ লোকের তাজা প্রান অসংখ্য মা-বোনদের সম্রমের বিনিময়ে অর্জিত হয়েছে এ বিজয়।এই বিজয়ের দিনে শুধু আনন্দ নয়।সেইসাথে বেদনাও বাজবে বহু বাঙালির বুকে।১৬ ডিসেম্বর এই দিনে ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দান(বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)৪৭ বছর আগের এইদিনে বর্বর পাকিস্তানি বাহিনী হাতের অস্র ফেলে মাথা নিচু করে দাঁড়িয়েছিল বিজয়ী বীর বাঙালির সামনে সাক্ষর করেছিল পরাজয়ের সনদে মুক্তির জয়গানে মুখর কৃতজ্ঞ বাঙালি জাতি শ্রেষ্ঠ সন্তান সেই অকুতোভয় বীরদের যাদের আন্তত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই সাধীন “বাংলাদেশ “পৃথিবীর মানচিএে প্রতিঠিত হয়েছে সাধীন সার্বভৌম বাংলাদেশ।
১৯৪৭ সালে ইংরেজদের শাসন থেকে এদেশ মুক্ত হলেও ফের বাধা হিসেবে দেখা দেয় পাকিস্তানী শোষক গোঠীর অন্যায় শাসন। বাঙালি বঞ্চিত হতে থাকে তার ন্যায্য অধিকার থেকে,পূর্ব পাকিস্তানের সম্পদ লুট করে নিয়ে পশ্চিম পাকিস্তানের গড়ে তোলা হয় সম্পদের পাহাড়। তাদের সে অত্যাচার নির্যাতনের প্রতিবাদে ধীরে ধীরে জেগে ওঠে দামাল বাঙালি। ধাপে ধাপে আঘাত হানতে থাকে শাসনযন্ত্রে।৫২-র ভাষা আন্দোলন, ৫৪-র নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৭ -র সায়ওশাসন দাবি,৬২ ও ৬৯ -এর গনআন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭১ সালে ৭ মার্চের সেই আগুনী ঝরা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভাষন”এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।এবারের সংগ্রাম আমাদের সাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব।এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ “তারপর ১৯৭১ সালের মার্চে দুরন্ত বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তির সংগ্রামে।২৫ শে মার্চ কাল রাতে পাকিস্তানী বর্বর বাহিনী শুরু করে নির্মম নিধনযজ্ঞ।এরপর আসে মহান সাধীনতার ঘোষনা।
একজন বীরমুক্তি যুদ্ধা মমতাজ বেগম বলেন “আমার স্বামী দেশকে যুদ্ধকরে সাধীন করে দিয়েতেছে।দেশকে সোনার বাংলাদেশ গড়বে বলে কিন্তুু আমরা কি পরেছি সেই সোনার বাংলাদেশ গড়তে।এই মহান বিজয় দিবসে নতুন করে শপথ করে দেশকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ি। এটাই দেশের সকল মানুষের চাওয়া”
পাঠকের মন্তব্য