দনিয়ায় তিনদিন ব্যাপি বিজয় উৎসব

দনিয়ায় তিনদিন ব্যাপি বিজয় উৎসব।
দনিয়ায় তিনদিন ব্যাপি বিজয় উৎসব।

“৭ই মার্চ মুক্তি ও স্বাধীনতার ডাক বাংলার ঘরে ঘরে,৭ই মার্চ সম্পদ আজ বিশ্ব মানবের তরে”এই স্লোগানকে ধারন করে রাজধানীর কদমতলী থানার “দনিয়া সাংস্কৃতিক জোট” বর্ণমালা স্কুল রোডের শিল্পী আব্দুল জব্বার ও ববারী সিদ্দিকী মঞ্চে(অস্থায়ী)উৎযাপন করছে তিনদিন ব্যাপি বিজয় উৎসব-১৭।

১৪-১৬ ডিসেম্বর প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনার মাধ্যমে স্মরন করা হচ্ছে একাত্তরের সেইসব বীর যোদ্ধাদের।প্রায় ১৫টির মতো সাংস্কৃতিক সংগঠন আবৃতি,গান,নৃত্যও নাটক পরিবেশন করবে এই আয়োজনে।এরা হলো:সাম্প্রতিক,চারণ সাংস্কৃতিক কেন্দ্র,দনিয়া পাঠাগার,চিত্রন,বাঙলা নাট্যদল,বিরহী শিল্পী গোষ্ঠী,কচিকাঁচার মেলা,গনছায়া সাংস্কৃতিক কেন্দ্র প্রভৃতি। অনুষ্ঠানে আজ বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক হাসান আরিফ। আয়োজন সম্পর্কে জোটের সাধারন সম্পাদক ইকবাল হাফিজ বলেন”আমরা সবসময় এই অঞ্চলের নাগরিক সুবিধা ও অধিকার নিয়ে কাজ করি।ইউনেস্কো কতৃক ৭ই মার্চের ভাষনকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি দেওয়া আমাদের জন্য একটি বড় পাওয়া তাই এবারের বিজয়টা আমরা একটু অন্যরকমভাবে উদযাপন করছি।”

সর্বশেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭, ১৮:৫২
সাগর হোসেন সবুজ
যাত্রাবাড়ী প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন