বুদ্ধিজীবী দিবসের ইতিহাস জানাতে ‘যুদ্ধদলিলের’ উদ্যোগ

বুদ্ধিজীবী দিবসের ইতিহাস সচেতনভাবে তোলে ধরা প্রয়াসে দেশের বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ করেছে অনলাইনভিত্তিক প্রকল্প ‘যুদ্ধদলিল’।

বৃহস্পতিবার ১৪ই ডিসেম্বর ‘পরিচয় একটাই: মুক্তিযুদ্ধ’ শ্লোগানে একযোগে দেশের ১৮টি জেলায় গণহত্যার দলিলকে লিফলেট আকারে বিতরণ করেন এই প্রকল্পের স্বেচ্ছাসেবীরা।

জেলাগুলো হল- ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, জামালপুর, সিলেট, চাঁদপুর, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা, রাজশাহী, বাগেরহাট, মাদারীপুর, কুড়িগ্রাম, বগুড়া ও যশোর। বৃহস্পতিবার বিকেলে ঢাকার শাহবাগ ও রায়েরবাজার বধ্যভূমিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে যুদ্ধদলিল ও গণহত্যার বিবরণ সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

যুদ্ধদলিল-এর প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার লিও বলেন, মূলত তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করার জন্য আমরা কাজ করছি। ফেসবুকে ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র থেকে বলছি’ নামে একটা পেজের মাধ্যমেও ইতিহাসের পাতা থেকে বিভিন্ন অংশ তোলে ধরা হচ্ছে। বুদ্ধিজীবী দিবসে একাত্তরের গণহত্যার ইতিহাস সবার মাঝে তোলে ধরতে লিফলেট বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

সর্বশেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭, ১৮:৫২
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন