ব্রিটিশবিরোধী আন্দোলনে মুক্তিকামী বিপ্লবীদের ইতিহাস নিয়ে রচিত গ্রন্থ ‘অগ্নিযুগ ‘ ৪ ডিসেম্বর প্রকাশিত হয়েছে। লেখিকা সুপা সাদিয়ার তথ্য সংগ্রহে রচিত হয়েছে গ্রন্থটি। গ্রন্থটি প্রকাশ করেছে দ্যু প্রকাশনী।
তৎকালিন অবিভক্ত ভারতে স্বাধীনতাকামী বাঙালি বিপ্লবীদের বীরত্ব গুলোকে এক মলাটে আবদ্ধ করেছেন তিনি। অগ্নিযুগ সম্পর্কে বইটির রচয়িতা সুপা সাদিয়া বলেন , সঠিক ইতিহাস পড়তে গেলে অনেক বেগ পেতে হয়। ছোট থেকে অনেক ইতিহাস পড়েছি কিন্তু ভুলে ভরা থাকায় বিভ্রান্ত হতে হয়েছে। তাই ইতিহাসের কালজয়ী অধ্যায়ের তথ্য বিভিন্ন বই, ইন্টারনেট, পত্রিকা ঘাটাঘাটি করে নিজের ভাষায় নিজের মতো করে উন্মোচন করি ‘অগ্নিযুগ’কে।
তিনি আরও বলেন, যতটা পরিপাটি, পরিচ্ছন্ন আর পবিত্র করে সকলের সামনে তুলে ধরা সম্ভব হয়েছে তুলে ধরেছি। তবে বইটি পড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে সকলে যদি হৃদয় দিয়ে অনুধাবন করেন , তবেই আমার প্রচেষ্টা সার্থক হবে।
বইটিতে রয়েছে বাংলায় ভারত ছাড়ো আন্দোলন, ফাঁসকাষ্ঠে আত্মদান, শহীদ নারী , আত্মাহুতি, যাবজ্জীবন ও দীপান্তর, সম্মানের শীর্ষে, ফাঁসির মঞ্চে গেয়ে গেলেন যারা জীবনের জয়গান নামে বেশ কয়েকটি প্রচ্ছদ। যেখানে তিনি আত্মত্যাগী বিপ্লবীদের বীরত্বের ইতিহাস তুলে ধরেছেন।
‘অগ্নিযুগ’ সম্পর্কে দ্যু প্রকাশনীর প্রকাশক হাসান তারেক বলেন, ‘ বইটি নিঃসন্দেহে ভালো একটি বই। বইটি ব্রিটিশবিরোধী আন্দোলনে যারা ভুমিকা পালন করেছেন তাদের নিয়ে বইটি। লেখিকা সুপা সাদিয়া দীর্ঘদিন থেকে তথ্য সংগ্রহ করে বইটি লিখেছেন। যারা ব্রিটিশবিরোধী আন্দোলনে বিপ্লবীদের নিয়ে গবেষণা কাজ করতে চান তাদের জন্য খুব সহায়ক একটি গ্রন্থ। বইটি সারাদেশের সব প্রসিদ্ধ লাইব্রেরিতে পাওয়া যাবে।
পাঠকের মন্তব্য