চবিতে এক শিবির কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ

চবিতে এক শিবির কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ।
চবিতে এক শিবির কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিবির কর্মীকে গণধোলাই দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। বৃহঃপতিবার বেলা আড়াইটার সময় অর্থনীতি বিভাগের সামনে এই ঘটনা ঘটে। শিবির কর্মী পারভেজ আলাওল হল ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলো বলে জানা যায়। তথ্যসূত্র মতে পারভেজ অর্থনীতি বিভাগের ২০১১-১২ শেসনের শিক্ষার্থী। আজ দুপুরে তাকে অর্থনীতি বিভাগের সামনে দেখলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য সাবেক হওয়া সদস্য আজাদুর রহমান আজাদের নেতৃত্বে তাকে ধাওয়া করা হয়। এই সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ কর্মী নাহিয়ান ও
সালমান।

গণধোলাই করে তাকে পুলিশে সোপর্দ করা হয়।এই সময় চবি ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য আজাদ বলেন’ পারভেজ শিবিরের একজন বড় ক্যাডার। সে হলে থাকা কালে অনেক শিক্ষার্থীদের বিভিন্নভাবে লাঞ্চিত ও নির্যাতিত করেছে। অনেক কে।জোর করে শিবির করাতে বাধ্য করতো, তার কথা না শুনলে সে সাধারণ শিক্ষার্থীদদের বিভিন্ন ধরনের নির্যাতন করতো।এই ব্যাপারে জনতে চাইলেও পুলিশের কোন মন্তব্য পাওয়া যায় নি।তবে জানা যায় তাকে এখন পর্যন্ত হাটহাজারী থানায় আটক রাখা হয়েছে।

সর্বশেষ আপডেট: ৭ ডিসেম্বর ২০১৭, ২৩:৫১
মাকসুদুর রহমান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন