সিলেটের মাটিতে তিলোত্তমা হাতিয়া পেল সম্মাননা

সিলেটের মাটিতে হাতিয়া দ্বীপের জনপ্রিয় অনলাইন গ্রুপ তিলোত্তমা হাতিয়া পেয়েছে সম্মাননা ক্রেস্ট। গত ৩০শে নভেম্বর ২০১৭ সিলেটের “ইচ্ছা পূরণ সামাজিক সংগঠন” এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে এই সম্মাননা প্রদান করেন ইচ্ছা পূরণ সামাজিক সংগঠন।

তিলোত্তমা হাতিয়া গ্রুপের পক্ষ হতে ইচ্ছা পূরণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিলোত্তমা হাতিয়া গ্রুপের এডমিন মোঃ আহসান হাবিব রুবেল। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাজ সেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিলোত্তমা হাতিয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ইচ্ছা পূরণ সংগঠনের পক্ষ হতে দেয়া ক্রেস্ট গ্রহণ করেন তিলোত্তমা হাতিয়া ও তিলোত্তমা ব্লাড ব্যাংকের প্রতিনিধি এডমিন আহছান হাবিব রুবেল।

তিলোত্তমা গ্রুপের এডমিন জুয়েল রানা একুশ শতককে বলেন, ‘এই সম্মাননা তিলোত্তমা হাতিয়ার কাজের স্বীকৃতি। এই অর্জন আমাদের একার না, এই অর্জন সমগ্র হাতিয়া বাসীর। আমরা প্রথম থেকে চেষ্ঠা করছি, সামাজিক কাজের মাধ্যমে হাতিয়া দ্বীপের মানুষের পাশে দাঁড়াতে এবং অনলাইন প্রচারনার মাধ্যমে হাতিয়া দ্বীপকে বিশ্ব দরবারে পরিচিত করতে।’

সর্বশেষ আপডেট: ২ ডিসেম্বর ২০১৭, ১২:০৫
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন