জাবির সঙ্গে আইসিএবি এর সমঝোতা চুক্তি স্বাক্ষর

  • ঢাকা
  • ২৬ নভেম্বর ২০১৭, ২১:৪১
  • সনজিৎ সরকার উজ্জ্বল
  • ২৯৪২ বার পঠিত
  • মন্তব্য
জাবির সঙ্গে আইসিএবি এর সমঝোতা চুক্তি স্বাক্ষর।
জাবির সঙ্গে আইসিএবি এর সমঝোতা চুক্তি স্বাক্ষর।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্যা ইনস্টিটিউট অব চ্যার্টার্ড একাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, আইসিএবি-এর পক্ষে প্রতিষ্ঠানটির সভাপতি আবিদ হোসাইন খান সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীগণ আইসিএবি-এর কোর্স সম্পন্ন করার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন নীলাঞ্জন কুমার সাহা, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক, আইসিএবি’র সহ-সভাপতি মোস্তফা কামাল, ইনফোফোর্ট এর পরিচালক এবং সিইও এম এইচ খসরু, হোসাইন ফরহাদ এন্ড কোং এর ম্যানেজিং পার্টনার এম ফরহাদ হোসাইন, আইসিএবি’র উপ-সচিব আলেয়া ফেরদৌসি প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৭, ২১:৫৫
সনজিৎ সরকার উজ্জ্বল
জাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন