জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্যা ইনস্টিটিউট অব চ্যার্টার্ড একাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, আইসিএবি-এর পক্ষে প্রতিষ্ঠানটির সভাপতি আবিদ হোসাইন খান সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীগণ আইসিএবি-এর কোর্স সম্পন্ন করার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন নীলাঞ্জন কুমার সাহা, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক, আইসিএবি’র সহ-সভাপতি মোস্তফা কামাল, ইনফোফোর্ট এর পরিচালক এবং সিইও এম এইচ খসরু, হোসাইন ফরহাদ এন্ড কোং এর ম্যানেজিং পার্টনার এম ফরহাদ হোসাইন, আইসিএবি’র উপ-সচিব আলেয়া ফেরদৌসি প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য