ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (এফএসআইবিএল) এর শাখা এবার লক্ষ্মীপুরের কমলনগরের
তোরাবগঞ্জে। এ মাসের ২৬ তারিখে ব্যাংকের এ শাখাটির শুভ উদ্বোধন হবে। এমন খবরে খুশি বন্যা বয়ে যায় সবুজ উপকূলের সবুজ যোদ্ধাদের মাঝে। গ্রীণ ব্যাংকিং কার্যক্রমের অংশ হিসেবে ব্যাংকটি ২০১৫সাল থেকে পৃষ্ঠপোষকতা করে আসছে উপকূলের শিক্ষার্থীদের সবুজ সচেতনতামূলক “সবুজ উপকূল” কর্মসূচিতে। ইতিমধ্যে কর্মসূচিটির ছোঁয়ায় উপকূলজুড়ে তৈরি হয়েছে অসংখ্য তরুণ সবুজ যোদ্ধা।
পরিবর্তন ঘটেছে মাঠ পর্যায়ে অনুষ্ঠিত সবুজ উপকূলের ভেন্যুর স্কুলগুলোর ক্যাম্পাস। তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ২০১৫সালে অনুষ্ঠিত হয় “সবুজ উপকূল” কর্মসূচি। ওই বিদ্যালয়ে প্রথম বছর অনুষ্ঠানটি বাস্তবায়নের পর পরিবর্তন ঘটেছে বিদ্যালয়ের ক্যাম্পাসের। ইতিমধ্যে ওই কর্মসূচিতে লাগানো গাছের চারা উঁকি দিচ্ছে আকাশে। কর্মসূচিটিতে অংশ নিয়ে এখন ব্যতিক্রমী জীবন গড়ার স্বপ্ন দেখছেন অনেক শিক্ষার্থী। তৈরি রয়েছে এক ঝাঁক সবুজ যোদ্ধা।
শুধু ওই বিদ্যালয় নয়। ওই বিদ্যালয়ের কর্মসূচিতে অংশগ্রহণকারী অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন
এর ভেতর। ওই কর্মসূচিতে অংশ নিয়েছে পাশ্ববর্তী চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫সহস্রাধিক পড়ুয়া সুরক্ষার আন্দোলনে যুক্ত। গাছ লাগানো, গাছের সুরক্ষায় তারা এখন সচেতন। অনেকেই কর্মসূচির অভিজ্ঞতার আলোকে নেমেছেন লেখালেখিতে সবুজ যুদ্ধে। ওরা এখন উপকূলের সবুজ যোদ্ধা। তাদেরই মধ্যে তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়েরই পড়ুয়া তানভী বিন লিয়াকত, আরিফুল ইসলাম, আবু নোমান, ফয়সাল মাহমুদ ও এসএসসি উর্ত্তীর্ণ জাবেদ মো.ইসমাইল বলেন, “ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শাখাটি আমাদের প্রাণকেন্দ্র তোরাবগঞ্জে শুভ উদ্বোধন হবে।
এটি সত্যিই এক আনন্দের বিষয়। আমরা যেন অভিভাবক পেতে যাচ্ছি। কেননা, ব্যাংকটির নাম আমরা এর আগেই জেনেছি। কিন্তু ব্যাংকের কোন কার্যক্রম আমাদের এলাকায় দেখিনি। এখন ব্যাংকের শাখাটির কার্যক্রম আমরা প্রত্যক্ষ করতে পারবো। আমরাও ব্যাংক পরিবারের আওতাভুক্ত হবো।” তারা আরো বলেন, “এটি এমন একটি ব্যাংক যেটি উপকূলকে চিনেছে, উপকূলের সবুজকে চিনেছে। আমরা ব্যাংকের কার্যক্রমে সফলতা কামনা করি।”
ওই অনুষ্ঠানে অংশগ্রহণ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বর্তমানে উপকূল ডিগ্রী কলেজের দ্বাদশের শিক্ষার্থী আহমেদ
রাসেল। তিনি বলেন, “যে এলাকায় ব্যাংকের শাখাটি উদ্বোধন হবে, আমার গ্রামের বাড়িই ওই এলাকায়।
ব্যাংকটি এই এলাকায় আসার আগেই আমরা ব্যাংকের অর্থায়নে অনুষ্ঠিত “সবুজ উপকূল” কর্মসূচিতে সবুজ বিষয়ক সৃজনশীল প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে লেখালেখির অভ্যাস গড়ে উঠে। পাশাপাশি আমি সামাজিক কার্যক্রমে নিজকে যুক্ত করার অনুপ্রেরণা পেয়েছি ব্যাংকটির কল্যাণেই। এজন্য ব্যাংকটির নব উদ্বোধনকৃত শাখাটির সফলতা
কামনা করছি।”
ব্যাংকের লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক মো. তানভীর চৌধুরী বলেন, “তোরাবগঞ্জ একটি বাণিজ্যিক এলাকা। এজন্য আমাদের ব্যাংক কর্তৃপক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া ওখানে ব্যাংকের একটি শাখা চালু করার। তারই ধারাবাহিকতায় আগামি
২৬নভেম্বর শাখার শুভ উদ্বোধন হবে। এতে ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত থাকবেন।”
তিনি আরো বলেন, “আমাদের ব্যাংক বিভিন্ন সামাজিক কার্যকমের পাশে রয়েছে। আর ঠিক “সবুজ উপকূল” কর্মসূচি যার উদাহরণ।”
পাঠকের মন্তব্য