ভ্রমন প্রিয় সাকিফদের জন্য ফ্রিল্যান্সিং আদর্শ পেশা

 নাফিজ আনজুম সাকিফ
নাফিজ আনজুম সাকিফ

বর্তমান সময়ে আধুনিক কর্মক্ষেত্রগুলোতে কাজ ও জীবনের সমন্বয় করে কাজ করা হলেও আমাদের দেশে এখনো সেভাবে এই প্রচলন পুরপুরি গড়ে উঠেনি। দেশের অনেক কর্মজীবী মানুষই আছেন যারা ৯টা-৫টার বাইরেও প্রচুর সময় অফিসে ব্যয় করে থাকে। এমনকি অফিস টাইমের বাইরেও ইমেইল চেক করা, ফোনে অফিসের বিভিন্ন কাজের রেসপন্স করাসহ নানাধরনের কাজ করে থাকে। যদিও এর বাইরে কর্মজীবী বিভিন্ন সরকারি ছুটি, সিক লিভ, বিয়ের ছুটি পাওয়াসহ বিভিন্ন প্রকার সুবিধা পেয়ে থাকে।

অপর দিকে চাকুরী অপেক্ষা বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং করার অন্যতম প্রধান সুবিধা হচ্ছে নিজের ইচ্ছানুসরে সময়ে কাজ করা যায়। ৯-৫ টার অফিসের মত কোন ধরা বাধা নিয়ম নেই ফ্রিল্যান্সিং জগতে । এছাড়াও অনেকেই আছে পরিবারের সাথে সময় কাটাতে খুব পছন্দ করে। তাই নিজ ঘরে বসে আয় করার জন্য ফ্রিল্যান্সিং একটি আদর্শ কারণ ও পেশা ।

ফ্রিল্যান্সিং জাগতে সল্প সময়ে সফল হওয়া একজন তরুণ সাকিফ। খুলনার ঝিনাইদহের মোঃ গোলাম মোস্তফার দুই ছেলে সাকিব ও নাজিব। বড়ছেলে নাফিজ আনজুম সাকিফ ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর যার জন্ম। বর্তমানে আইউবিএটি এর বিএসি ইন কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত। ক্লাস নবম দশম হতেই মোবাইল কম্পিউটার নিয়ে সাকিফের ঘাটাঘাটি। এই ঘাটাঘাটি হতেই ২০১১ সাল হতে যাত্রা শুরু হয় তার ফ্রিল্যান্সিং ও ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। নিজ দক্ষতায় ফ্রিল্যান্সিং জাগতে বাংলাদেশ সরকারের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে বরগুনা জেলাসহ বেশ কয়েকটি জেলার প্রশিক্ষণার্থীদের একজন সফল প্রশিক্ষক হিসেবে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতাও হয়েছে। যদিও ঘুরাঘুরি করতেই তার খুব পছন্দ। তিনি মনে করেন তার মত ভ্রমন প্রিয়দের জন্য ফ্রিল্যান্সিং একদম সোনায় সোহাগা। ল্যাপটপ আর ইন্টারনেট নিয়ে যেখানেই তিনি যান না কেন সেখানেই তিনি কাজ করতে পারেন সহজেই । কুয়াকাটা কিংবা কক্স বাজার সমুদ্র সৈকতের পাশে বসে কাজ করার অভিজ্ঞতার সাথে সাথে প্রায়ই ভ্রমণও হয়ে ওঠে তার প্রাণবন্ত।

সর্বশেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৭, ২৩:৫১
মহিউদ্দিন অপু
বরগুনা প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন