আজ ২রা নভেম্বর জাতীয় রক্তদান দিবস। ১৯৭৮ সালের ২ নভেম্বর অনুষ্ঠানটি মানব সেবার যে অংগীকার নিয়ে শুরু হয়েছিল তারই ধারাবাহিকতায় ১৯৯৫ সাল থেকে পালিত হয়ে আসছে এ জাতীয় দিবসটি। রক্তের অভাবে আর মৃত্যু নয় এই শ্লোগান নিয়ে আজ নিঝুম ব্লাড ফাউন্ডেশন হাতিয়া শাখার উদ্যোগে এক র্যালী বের করেন। র্যালীটি হাতিয়া দ্বীপ কলেজের সামনে থেকে বের হাতিয়া শহরের মেইন সড়ক ঘুরে হাতিয়া হাসপাতালে সামনে এসে শেষ হয়।
হাতিয়া হাসপাতালে এক আলোচনা সভা করা হয়, আলোচনায় বক্তারা বলেন আমরা সবাই মনবতার জন্য সেচ্ছায় রক্ত দান করব, অন্যদের কে উৎসাহিত করব। বক্তারা আরো বলেন নিঝুম ব্লাড বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেচ্ছায় মানব সেবা দিয়ে যাচ্ছে। এতে উপস্থিত ছিলেন এডভোকেট ফজলে আজিম তুহিন, ডা গিয়াস উদ্দিন, নিজাম উদ্দিন বিপুল ছারোয়ার হোসেন হৃদয়, কাশেম উদ্দিন, নিঝুম ব্লাড ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী অায়াত হোসেন জুয়েল, মাকসুদ অাতাউল রহমান শান্ত ,রাজিব, ইজাজ ,রেজা, আজগর হোসেন, প্রান্ত, নিশাদ, রিগান অাহাম্মেদ,সম্পদ প্রমুখ।
নিঝুম ব্লাড ফাউন্ডেশনের সভাপতি নিঝুম ব্লাড ফাউন্ডেশনের সভাপতি রাকিব উদ্দিন একুশ শতককে বলেন, নিজে রক্ত দান করবো এবং মানুষদেরকে রক্ত দানে উৎসাহিত করবো এটা আমরা প্রধান কাজ । এটা ভেবে খুবই ভালো লাগে যে , একদিন আমি মারা যাবো কিন্তু আমি যাকে রক্ত দান করছি তিনি আমার রক্ত নিয়ে বেঁচে থাকবেন এটা ভেবে খুবই ভালো লাগে/ রক্ত দান করতে উৎসাহ পায়। আজকের এই দিনে বাংলাদেশের সকল রক্তযোদ্ধাদের প্রতি রইল অনেক ভালোবাসা।
প্রসঙ্গত, নিঝুম ব্লাড ফাউন্ডেশন হাতিয়া , নোয়াখালী , চট্রগাম , ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে রক্তদান নিয়ে বিভিন্ন কাযর্ক্রম পরিচালনা করে আসছে।
পাঠকের মন্তব্য