জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অষ্টমবারের মতো শুরু হতে যাচ্ছে প্রজাপতি মেলা। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে আগামী ৪ নভেম্বর, শনিবার থেকে শুরু হবে এই মেলা। এবারের আয়োজনে ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানকে প্রতিপাদ্য ধরা হয়েছে।
আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জানান, শুরুতে ৩ নভেম্বর, শুক্রবারকে মেলা শুরুর ক্ষণ ঘোষণা দেওয়া হয়। কিন্তু ৩ নভেম্বর জেল হত্যা দিবস হওয়ায় মেলা শুরুর ক্ষণ একদিন পেছানো হয়েছে।
তবে প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেনের দাবি, উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম আগামী শুক্রবার উপস্থিত থাকতে পারবেন না বলে মেলার সময় একদিন পিছিয়ে শনিবার করা হয়েছে।
অধ্যাপক মনোয়ার বলেন, ‘ভিসি ম্যাডাম গতকাল জানিয়েছেন, তিনি ৩ তারিখে থাকতে পারবেন না। ৪ তারিখে সময় দিয়েছেন তিনি। তাই গতকাল রাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি একদিন পিছিয়ে শনিবার দিন মেলা করার।’
জেল হত্যা দিবস সময় পেছানোর কারণ হিসেবে কাজ করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটাও একটা বিষয়। সব মিলিয়েই হয়েছে আর কী।’
আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় একদিনের এই মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রতি বছরের মতো এবারও মেলা উপলক্ষে থাকছে বর্ণাঢ্য র্যালি, শিশু-কিশোরদের জন্য প্রজাপতিবিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, প্রজাপতিবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ।
পাঠকের মন্তব্য