জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ৩নভেম্বর থেকে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) এর উদ্যোগে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে ২দিন ব্যাপি চলচ্চিত্র কর্মশালা ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০১৭’ শুরু হচ্ছে। কর্মশালাটি হবে ৩ ও ৪ নভেম্বর - শুক্র ও শনিবার ,সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
কর্মশালায় চলচ্চিত্র ইতিহাস, চলচ্চিত্র ভাষা, চলচ্চিত্রের নন্দনরূপ, চলচ্চিত্রের আন্দোলন, চিত্রগ্রহণ, সম্পাদনা,চলচ্চিত্র নির্মান, এবং চলচ্চিত্র সমালোচনার বিষয়ে পাঠ ও আলোচনা করা হবে।
পাঠদান করবেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, শিল্পসমালোচক মাঈনুদ্দিন খালেদ, শিল্পসমালোচক মাহমুদুল হোসেন, চিত্রগ্রাহক মাকসুদুল বারী, সম্পাদক সাজ্জাদ জহির* শব্দ প্রকৌশলী রতন পাল, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, শব্দগ্রাহক নাহিদ মাসুদ* চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা এবং চলচ্চিত্র নির্মাতা রাজিবুল হোসেন প্রমুখ
এছাড়া কোর্স পরিকল্পক হিসেবে আছেন বেলায়েত হোসেন মামুন।
২৯ অক্টোবর রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বরে কর্মশালার নিবন্ধনের বুথে কর্শালার ফর্ম পাওয়া যাবে। এছাড়া নিবন্ধনের জন্য বিশ্ববিদ্যালয়ের
অবকাশ ভবনের ৩০৩ নম্বর রুমে যোগাযোগ ফর্ম পাওয়া যাবে।
পাঠকের মন্তব্য