জাবিতে বাংলার দর্শন : ‘স্বরূপ ও শেকড়ের খোঁজে’ শীর্ষক কর্মশালা

  • ঢাকা
  • ২৫ অক্টোবর ২০১৭, ১৯:১৩
  • সনজিৎ সরকার উজ্জ্বল
  • ৩৬৪৮ বার পঠিত
  • মন্তব্য
কর্মশালা উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
কর্মশালা উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে বুধবার দুই দিনব্যাপী ‘বাংলার দর্শন : স্বরূপ ও শেকড়ের খোঁজে’ শীর্ষক দর্শন প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বিভাগের সেমিনার হলে সকাল ১০টায় কর্মশালা উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম। উদ্বোধনী ভাষণে ভিসি দর্শনকে সকল জ্ঞানের উৎস হিসেবে অভিহিত করেন। তিনি আশা প্রকাশ করেন, ‘স্বরূপ ও শেকড়ের খোঁজে’ কর্মশালা-সেমিনার থেকে নিজ দেশের জ্ঞান ও দর্শনের উৎস বেরিয়ে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভিসি অধ্যাপক ড. আবুল হোসেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হাননান চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক। উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘লালন: পুরুষ না নারী’ শীর্ষক বক্তব্য রাখেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। মধ্যাহ্ন বিরতির পর স্থপতি ও লেখক শাকুর মজিদ ‘স্বরূপের সন্ধানে হাছন- জানের রাজা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। বিভাগীয় সভাপতি অধ্যাপক তারেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমন্বয়কারী অধ্যাপক ড. কামরুল আহসান।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গালিব আহসান খান, রাশিদা আখতার খানম, ড. কাজী নূরুল ইসলাম, গবেষক ও লেখক সুমনকুমার দাশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক ড. শওকত হোসেন প্রবন্ধ উপস্থাপন করবেন।

সর্বশেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৭, ১৯:১৪
সনজিৎ সরকার উজ্জ্বল
জাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন