বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে নিজস্ব অর্থায়নে শিগগিরই যোগ হচ্ছে নতুন দুটি বাস।
বেরোবির উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপাচার্য বলেন, রাষ্ট্রায়ত্ত পরিবহন সরবরাহকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ড্রাস্ট্রি থেকে বাস দুইটি ক্রয় করা হয়েছে। দুই-একদিনের মধ্যেই বাস দুইটি বিশ্ববিদ্যালয়কে সরবরাহ করার কথা থাকলেও আবহাওয়া জনিত সমস্যার কারণে বাস দুইটির কিছু কাজ অসম্পূর্ণ রয়েছে। তবে শিগগিরই বাস দুইটি উদ্বোধন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ অর্থ বছরের রাষ্ট্রায়ত্ত পরিবহন সরবরাহকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ড্রাস্ট্রি থেকে ৭৬ লক্ষ ১২ হাজার ৪৫০ টাকা ব্যয়ে ৫২ আসনের বাস দুইটি ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বর্তমানে প্রায় সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর জন্য পাঁচটি বাস রয়েছে। যার মধ্যে একটি ইঞ্জিন সমস্যায় বিকল এবং অন্য একটি ভাড়ায় চালিত। ফলে তীব্র পরিবহন সংকট দেখা দিয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা পর্যাপ্ত বাস চালু এবং নতুন রুট চালুর দাবি জানিয়ে আসছেন।
পাঠকের মন্তব্য