বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্মচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে ২০অক্টোবর, শুক্রবার থেকে প্রচন্ড গতি ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। পাশাপাশি অব্যাহত রয়েছে ভারি বর্ষণও। শুক্রবার বিকেল ৫টা থেকে টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পুরো জেলাজুড়ে। পানির নিচে ফসলি জমি। মেঘনায় অস্বাভাবিকভাবে বেড়েছে পানিও। জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এদিকে জলোচ্ছাসের আশাঙ্কায় মেঘনার মৎস্য চাষকারী জেলেরা পড়েছেন বিপাকে। জলোচ্ছাস থেকে মাছ রক্ষায় পুকুর নিরাপদ রাখার জন্য বাজার থেকে জাল ক্রয় করে পুকুরপাড় ক্রয়কৃত জাল দিয়ে ঘেরাও দিতে দেখা যায়।
পাঠকের মন্তব্য