আ.লীগের প্রস্তাব সুষ্ঠু নির্বাচনে সহায়ক নয় : বিএনপি

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আওয়ামী লীগ যে এগার দফা প্রস্তাব দিয়েছে, তা গণতন্ত্র এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক নয় বলে মনে করে বিএনপি।

ক্ষমতাসীনদের প্রস্তাবনায় নির্বাচন নিয়ন্ত্রণের মাধ্যমে ফল পাল্টে দেওয়ার কৌশল রয়েছে বলেও দাবি দলটির।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিএনপির বক্তব্য তুলে ধরেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

‘কীভাবে নির্বাচনকে নিয়ন্ত্রণ করা যায়, কীভাবে নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা যায়, কীভাবে ভোটের ফল পাল্টে দেওয়া যায়, সেই কৌশল আছে সেসব প্রস্তাবনায়-যা সম্পূর্ণরুপে জনমতের বিপরীত। সবাই চায় সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও সেনাবাহিনী মোতায়েন। কিন্তু আওয়ামী লীগ সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিতে চায় না’, বলেন তিনি।

সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা না দিলে ভোট-সন্ত্রাস রোধ করা যাবে না মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘স্বয়ং প্রধানমন্ত্রীই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে প্রধান বাধা। জনগণের দাবি-নির্দলীয় নিরপেক্ষ সহায়ক সরকার। এর বিরোধিতা করে ক্ষমতাসীন দল আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনগণের কাছে শুভবার্তা দেয়নি।’

ক্ষমতাসীন দল লুটপাট করছে অভিযোগ করেন রিজভী বলেন, ‘ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশ ব্যাংকসহ আর্থিক খাতে চলেছে বেপরোয়া লুটপাট। মন্ত্রীদের কথায় সেটির কিঞ্চিৎ ফুটে উঠেছে। মূলত তারা গোটা অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।’

‘অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এক সাক্ষাৎকারে বলেছেন, অনেক এমপি অত্যাচারী, অসৎ, মানুষের কাছ থেকে নানা কায়দায় টাকা পয়সা আদায় করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে অনেক এমপিকেই পাশ করতে বেগ পেতে হবে। অপরদিকে পানিসম্পদ মন্ত্রী বলেছেন-বাঁধ নির্মাণ ও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় লুটপাট ও দুর্নীতি হয়েছে।’

সরকার আতঙ্ক ছড়াতে ফের বিএনপির ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়িঘরে তল্লাশি এবং তাদের গ্রেপ্তার চালাচ্ছে অভিযোগ করে এর নিন্দা জানান রুহুল কবির রিজভী।

সর্বশেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৭, ১৭:৩০
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন