বিশ্ব সাদাছড়ি দিবস

বিশ্ব সাদাছড়ি দিবস
বিশ্ব সাদাছড়ি দিবস

সাদাছড়ি বাড়ায় নিরাপত্তা দেখায় পথ।সাদাছড়ি হচেছ একটি লাঠি দৃষ্টি প্রতিবন্দী ব্যক্তিদের নিরাপদ প্রতীক। ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন করা হয়। দৃষ্টি প্রতিবন্দীদের প্রয়োজনীয় ও নিরাপদে পথ চলতে এবং সচেতনা বাড়াতেই এ দিবসের মূল লক্ষ্য। ১৯৩০সালে যুক্তরাষ্ট্র দৃষ্টি প্রতিবন্দীদের স্বাধীনভাবে চলাচল করার অধিকার আইন পাস করানো হয়।দৃষ্টি প্রতিবন্দী ব্যক্তিদের সচেতন করার জন্য ১৯৫১ সালের ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের তত্কালীন প্রেসিডেন্ট আইজেন হাওয়ার প্রথম ১৯৫১ সালের ১৫ অক্টোবরকে সাদাছড়ি নিরাপত্তা দিবস ঘোষণা করেন।

প্রথম আমেরিকার জন্য সাদাছড়ি নিরাপত্তা দিবসটি ঘোষনা করেন। ১৯৭৫ সালের ৯ডিসেম্বর সাদাছড়ি নিরাপত্তা আইন অনুমোদন ও কার্যকর করার জন্য প্রস্তাব পাস করে।১৯৭৫ সালের একই বছর ৬০ তম অধিবেশনে দৃষ্টি প্রতিবন্দী ব্যক্তিদের বৃত্তিমূলক ও পূনবাসন আইন আনুমোদন করে।তার পর থেকে সাদাছড়ি দিবসটি ব্যবহার শুরু হয়।বর্তমান আধুনিক তথ্য প্রযুক্তির যুগে দৃষ্টি প্রতিবন্দীরা দেশের বোঝা নয়। দৃষ্টি প্রতিবন্দীরা আমাদের দেশের একটা অংশ। দৃষ্টি প্রতিবন্দী ব্যক্তিদের সঠিক শিক্ষা ; কর্মসংস্থান, প্রশিক্ষণ এর মাধ্যমে আত্মনির্ভশীল হিসেবে গড়ে তোলা স্বাধীন ভাবে চলাচলের নিরাপত্তার স্বার্থে সাদাছড়ি নিরাপত্তা দিবস টি প্রতিবছর পালন করা হয়। সাদাছড়ি শুধু দৃষ্টি প্রতিবন্দীদের ব্যবহার যোগ্য।এটির মাধ্যমে মাধ্যমে সমাজের অন্যআন্য মানুষ ও সহজে উপলব্দি করতে পারে দৃষ্টি প্রতিবন্দীদের। দৃষ্টি প্রতিবন্দীদের একা চলাচল দুঃসাধ্য ব্যাপার।

একজন দৃষ্টি প্রতিবন্দীকে সহযোগীতা করলে সহযোগী ব্যক্তির শ্রম ;সময় এবং লোকসান হয় না। আমাদের দেশে ৪৮ লাখ এর বেশী দৃষ্টি প্রতিবন্দী রয়েছে। পুষ্টিহীনতার কারণে প্রতি বছর অন্ধত্বের শিকার হচ্ছে কয়েক হাজার শিশু। তাদের জন্য সাদাছড়ি দিবস খুবই গুরুত্ব পূর্ণ। দৃষ্টি প্রতিবন্দীদের সবচেয়ে বড় সমস্যা হলো রাস্তায়চলাচল করা। ধানমন্ডিতে আক্কাস আলী নামে এক দৃষ্টি প্রতিবন্দীর সাথে কথা বলে জানাযায় যে তিনি সাদাছড়ি সম্পর্কে জানেন না। আক্বাস আলী তার মেয়ের মাধ্যমে চলাচল ও ভিক্ষা করে থাকেন। আমাদের দেশে অনেক দৃষ্টি প্রতিবন্দী আছে যারা সাদাছড়ি সম্পর্ক কোন ধারনা রাখেন না। সাদাছড়ি ব্যবহারে আরো বেশি প্রচারন এবং সরকারি উদ্যোগ গ্রহন আরো বেশি জোড়ালো হতে হবে।আমাদের প্রতিটি মানুষের উচিং দৃষ্টি প্রতিবন্দীদের রাস্তা পারাপারে সহযোগীতা করা এবং তাদের ভালোবাসা।।

সর্বশেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৭, ০০:৩৮
নাইম প্রধান
ফিচার প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন