সিসি ক্যামেরার আওতায় আসছে জাবি ক্যাম্পাস

  • ঢাকা
  • ১৮ অক্টোবর ২০১৭, ১১:০০
  • সনজিৎ সরকার উজ্জ্বল
  • ১৮১২ বার পঠিত
  • মন্তব্য
ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদারের তত্ত্বাবধায়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে ।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়ক ও গেটের ভেতরের স্থান, প্রান্তিক গেট, কলা ও মানবিকী অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ, পরিসংখ্যান ভবনের সামনে ও লাইব্রেরিসহ বিভিন্নস্থানে এই সিসি ক্যামেরা লাগানো হয়েছে।

অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার বলেন, “ভর্তি পরীক্ষার সময় শৃঙ্খলা রক্ষা ও যত্রতত্র গাড়ি পার্কিংসহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষার পর পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে”। তিনি আরো বলেন, ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে সিসি ক্যামেরা লাগানোর সুফল ভোগ করতে শুরু করেছে শিক্ষার্থীরা।

সর্বশেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৭, ১১:০০
সনজিৎ সরকার উজ্জ্বল
জাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন