ভর্তি পরীক্ষায় জাবি ছাত্রলীগের ইতিবাচক কর্মকান্ড

  • ঢাকা
  • ১৮ অক্টোবর ২০১৭, ১০:৫৫
  • সনজিৎ সরকার উজ্জ্বল
  • ২১৩১ বার পঠিত
  • মন্তব্য
নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের মিছিল।
নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের মিছিল।

বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্ব গ্রহণের পর সভাপতি মো. জুয়েল রানা এবং সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চলের নেতৃত্বে ইতিবাচক কর্মকাণ্ড নিয়ে এগিয়ে যাচ্ছে জাবি ছাত্রলীগ। সংগঠনকে গতিশীল রাখতে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে জাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় জাবি ছাত্রলীগের কর্মকাণ্ড প্রশংসা কুড়িয়েছে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, ভর্তিচ্ছুদের নিরাপত্তা প্রদান এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করেছে জাবি ছাত্রলীগ। এছাড়াও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসিক সুবিধার ব্যবস্থা এবং বিভিন্ন হলে অবস্থানরত ভর্তিচ্ছুদের সুযোগ- সুবিধা দেখভাল করছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

জাবি ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা একুশ শতককে বলেন, ‘ছাত্রলীগের বর্তমান কমিটি অনেক গতিশীল এবং আমাদের ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। আমরা ইতিমধ্যে ক্যাম্পাসের পরিবেশ শিক্ষাবান্ধব করতে এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন ধরণের সামাজিক, সাংস্কৃতিক কর্মসূচি হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতায় আমরা কাজ করে চলেছি’।

জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সুফিয়ান চঞ্চল বলেন, আমাদের ক্যম্পাসের মনোরম পরিবেশের মতোই আমরা স্বচ্ছ রাজনীতি চর্চা করি। বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত ছাত্রবান্ধব রাজনীতির চর্চা করতে আমরা ছাত্রলীগ কর্মীদের উৎসাহ দিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, ধর্মান্ধ ছাত্রসংগঠন জামায়াত শিবির মুক্ত বলেই আমাদের ক্যাম্পাস এতো মনোরম। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়েই ধর্মান্ধ গোষ্ঠিকে মোকাবেলা করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৭, ১২:০০
সনজিৎ সরকার উজ্জ্বল
জাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন